বিভিন্ন স্থানে গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী (র.হ.)’র ওফাত বার্ষিকী স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল উদ্যাপন
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহ্ম এবং হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র মা ছাহেবান’র ফাতেহা শরীফ ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন’র সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আলহাজ্ব আনোয়ার হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন, হযরত গাউসুল আযম ইসলামকে পুণর্জীবন দান করেন তাই তাঁর উপাধি ছিল ’মুহিউদ্দীন’। বর্তমান বিশ্বে কোটি কোটি মুসলমান হযরত গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহি আলায়হি প্রবর্তিত কাদেরিয়া তরিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। বিশেষতঃ পাক ভারত উপমহাদেশে কাদেরিয়া তরিকার অনুসারী সবচেয়ে বেশী। এ দেশে কাদেরিয়া তরিকার প্রচারে প্রধান ভূমিকা রাখেন আওলাদে রাসূল, হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ও তাঁর সুযোগ্য উত্তরসূরী আওলাদগণ। তাঁদের পবিত্র হাতে বাইয়াত গ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ এ হক্কানী সিলসিলায় দাখিল হয়ে ধন্য হচ্ছেন। বক্তারা হযরত আবদুল কাদের জিলানী (রহ.)’র শিক্ষা জীবনে ধারণ করে অন্তরআত্মা পরিশুদ্ধ করে আল্লাহ্-রাসূলের সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব এস.এম.গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী সামশুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান ট্রাস্ট’র সদস্য- মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, শেখ নাসির উদ্দিন আহমদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ হাসানুর রশীদ রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম মহানগর’র সভাপতি তসকীর আহমদ, সহ-সভাপতি ছাবের আহমদ, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্, ওরস সাব-কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। বাদ ফজর হতে পবিত্র খতম ক্বোরআন, খতমে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), খতমে বোখারী শরীফ ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ
বড়পীর গাউসুল আজম শেখ আবদুল কাদের জীলানী (রা.)’র ৮৮২তম ওফাত বার্ষিকী স্মরণে, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গত ২ ডিসেম্বর’ ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্বীনের পুনরুজ্জীবনদাতা বড়পীর গাউসুল আজম (রা.) স্মারক বক্তৃতায় বক্তারা বলেন, মুসলমানদের দুঃসময়ের কা-ারীর ভুমিকায় অবতীর্ণ হয়ে বড়পীর হজরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.) সঠিক পথের সন্ধান দিয়েছেন। প্রিয় নবীর সুযাগ্য উত্তরাধিকার বেলায়তের স¤্রাাট আবদুল কাদের জিলানী ইসলামের উজ্জ্বলতম আলোকবর্তীকা যার হেদায়তের আলোতে মুসলমানরা সঠিক পথের সন্ধান পেয়েছেন আর ইসলাম হয়েছে সজীব। গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদের সভাপতিতে মহাসচিব শাহজাদা ইবনে দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মারক বক্তৃতায় অংশগ্রহণ গ্রহণ করেন, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান ও জামেয়ার প্রধান ফকিহ আল্লামা কাজী আবদুল ওয়াজেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম মহসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনজুমানের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও গাউসিয়া কমিটির যুগ্মসচিব মাহবুবুল হক খান। অনুষ্ঠানে সংগঠনের নগর সভাপতি বিশিষ্ট শিল্পপতি তছকির আহমদ. সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সভাপতি জমির উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহসহ জেলা ও নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাউসিয়া কমিটি রাজশাহী মহানগর
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে গত ১৭ নভেম্বর ফাতিহায়ে ইয়াজদাহুম মাহফিল ও গিয়ারভী শরিফ অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ গোলাম সারোয়ার কাদেরীর পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত, মুহাম্মদ নাজিম হোসেন কাদেরী হামদ, নাত পরিবেশন ও বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি ড. মুহাম্মদ সফিকুল ইসলাম কাদেরী, ব্যারিস্টার মুহাম্মদ মেসবাহ উদ্দিন মুহাম্মদ নাজিম হোসেন কাদেরী।
গাউসিয়া কমিটি কচুয়া উপজেলা
গাউসিয়া কমিটি কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ‘ফাতেহা ইয়াজদাহম’ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব আলী আজগর নঈমী। বিশিষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা জাফর আলী, মাওলানা মনিরুজ্জামান, এবিএস এম আবদুল্লাহ্, মাওলানা মোশারফ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুস্ সালাম, মাওলানা আবদুল কালাম হোসেন, মাওলানা ইউনুস, মাওলানা গোলাম হোসেন, মাওলানা ফখরুদ্দীন, মাস্টার কামাল হায়দার, মাওলানা আবদুল কাদের, মাওলানা ওসমান, মুহাম্মদ হাসান। মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইমাম হোসেন।
ইয়েমেনের তারীমে বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.)’র পবিত্র ওরশ শরীফ
আরব রাষ্ট্র ইয়েমেনের হাদরামাউত অঞ্চলের সাহাবী, ওলি-আউলিয়া ও আলেমদের পূণ্যভূমি “তারীম” শহরের আইদীদস্থ দারুস সাইয়্যেদ ইব্রাহীম আইদীদ আল-ক্বাফ” মিলনায়তনে গত ১৫ নভেম্বর-২০২১ বড়পীর ইমাম শায়খ আব্দুল কাদের জিলানী (রহ.)’র পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন- আওলাদে রাসূল বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.)’র বংশধর, মুফতি, আল্লামা শায়খ হাবীব ওমর বিন হামিদ আল-জিলানী (হাফিজাহুল্লাহ) ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার, দারুল মোস্তফার প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল আল্লামা শায়খ হাবীব ওমর বিন মুহাম্মদ বিন সালিম বিন হাফিজ (হাফিজাহুল্লাহ)। এতে উপস্থিত ছিলেন-আন্তর্জাতিক স্কলার ও দাঈ আল্লামা সাইয়্যেদ শায়খ হাবীব মুসা কাজিম বিন জাফর আস্ সাক্কাফ, আল্লামা সাইয়্যেদ শায়খ আবু বকর আল-হাবশী, দারুল মোস্তফার দাওয়া বিভাগের প্রধান আল্লামা সাইয়্যেদ শায়খ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-আইদরুস, দারুল মোস্তফার সিনিয়র উস্তাদ সাইয়্যেদ শায়খ মুহাম্মদ বিন আহমদ বিনসুমাইত প্রমুখ।
আলোচনায় বক্তাদ্বয় বলেন- ইমাম শায়খ আব্দুল কাদের জিলানী (রহ.) কে বিশ্বের সকল দেশের মুসলিমগণ ভালোভাবে চিনেন। তিনি একজন উচ্চমাপের আলেম ও আল্লাহওয়ালা ছিলেন। তিনি সুন্নাতের উপর অটুট থেকে মানুষদের হক্ব পথের দিকে আহবান করেছিলেন।
আখেরী দোয়া পরিচালনা করেন- আওলাদে রাসূল হাবীব আহমদ বিন হাসান আল-মেহদার (হাফিজাহুল্লাহ)।
গাউসিয়া কমিটি বন্দর ৩৮ নং ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর ৩৮ নং ওয়ার্ড নোয়াপাড়া শেখপাড়া ইউনিট-এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে গত ২০ নভেম্বর নোয়াপাড়া শেখপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে আজিমুশশান সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটিবাংলাদেশ নোয়াপাড়া শেখপাড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ হাসান-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের সোনালী যুগ অতিক্রান্ত হওয়ার পর আরবসহ বিশ্বের নানা অঞ্চলে যখন ভ্রান্ত মতবাদ মাথা চাড়া দিয়ে উঠে, মুসলিম সমাজ যখন অনেকটা উদাসীন হয়ে পড়ে তখন মুসলিম উম্মাহর সঠিক পথ প্রদর্শক হিসেবে হযরত গাউসুল আজম আব্দুলকাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি-এর আগমন ঘটে। তিনি ইসলামের মুখোশধারী সকল ভ্রান্তমতবাদের স্বরূপ তুলে ধরে মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষায় বিশেষ ভূমিকা রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যথাক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্মমহাসচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিনব খতিয়ার ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি হাজী মুহাম্মদ হাসান। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মাওলানা মুহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল-আজহারী। গাউসিয়া কমিটি নোয়াপাড়া শেখপাড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ও কনফারেন্স প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- নোয়াপাড়া শেখপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল-কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর ৩৮ নংওয়ার্ড-এর দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ গোলাম হোসাইন আল-কাদেরী। অতিথি ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা শাখার সহ-সভাপতি হাজী মুহাম্মদ মহাসিন, গাউসিয়া কমিটি ৩৮নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি নূর মুহাম্মদ নূরু, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোসলেম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক নূর মুহাম্মদ, মুহাম্মদ হানিফ বাদশা, মুহাম্মদ নেজাম, ডাক্তার মুহাম্মদ মহসিন, মুহাম্মদ মামুন, মুহাম্মদ শাহ জামাল, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ মুনিরুল হক রুবেল, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ গোলাম তাহের, মুহাম্মদ সেলিমরিয়াদ, মুহাম্মদ কায়েস প্রমুখ।
আখেরী মুনাজাত করেন- আমিরুল হুজ্জাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী।
গাউসিয়া কমিটি হামজার দিঘীর পাড় শাখা
গাউসিয়া কমিটি বন্দর ৩৮ নং ওয়ার্ড হামজার দিঘীর পাড় ইউনিট-এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল গত ১১ রবিউস সানি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হামজার দিঘীর পাড় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মুহাম্মদ আকমল হোসাইন আনোয়ারী। প্রধান অতিথি ছিলেন- মাওলানা সৈয়্যদ মুহাম্মদ হাসান আল-আজহারী, বিশেষ অতিথি ছিলেন- গাউসিয়া কমিটি বন্দর থানা শাখার সভাপতি হাজী মুহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন আল-ক্বাদেরী, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল-ক্বাদেরী। বিশেষ বক্তা ছিলেন-মাওলানা মুহাম্মদ সালাউদ্দীন আল-ক্বাদেরী, ইউনিট সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসাইন শাহেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মুহাম্মদ মোসলেম উদ্দিন, হাজী মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ নুরুদ্দিন। অতিথি ছিলেন- নোয়াপাড়া শেখপাড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নেজাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজামাল, আদর্শ পাড়া ইউনিটের সেক্রেটারি মুহাম্মদ আবু তাহের, ওয়ার্ড দপ্তর সম্পাদক মুহাম্মদ গোলাম তাহের, হামজার দিঘীর পাড় শাখার উপদেষ্টা মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ হাশিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, মুহাম্মদ শফী, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ সম্রাট, মুহাম্মদ জুনাঈদ, মুহাম্মদ কামরান, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ সুমন, মুহাম্মদ আতিক, মুহাম্মদ নুরুদ্দীন, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ মামুন, মুহাম্মদ নূর,মুহাম্মদ এমরান, মুহাম্মদ মুমিন, মুহাম্মদ মুখতার, মুহাম্মদ সাকিব প্রমুখ।
গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা
গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার ব্যবস্থাপনায় গত ২০ নভেম্বর শোলকাটাস্থ লাবিবা কনভেনশন হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহা-ই- ইয়াজদাহুম ও দাওয়াতে খাইর মাহফিল উপজেলা সভাপতি, আলহাজ্ব হাসানুরর রশিদ রিপন এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক এম মনির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফ্তি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহা পরিচালক আল্লামা মুহাম্মদ আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহা সচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখ্তেয়ার, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খাঁন, গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমরউদ্দিন সবুর, সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টার, মুহাম্মদ শেখ সালা উদ্দিন, আলহাজ্ব আবুল মনছুর সওদাগর, মোজাফ্ফর আহমদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল করিম আনোয়ারী।
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখা
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার উদ্যোগে গত ২৬ নভেম্বর ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে নূরানী মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আলাউদ্দিন মুন, মুহাম্মদ ফেরদৌস মিয়া, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ আলীমগীর হোসেন, মুহাম্মদ হাজী ইউসুফ আলী, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ কামাল আহমেদ মজু, মাসুদ মিয়া, হাফেজ মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ নাইমুল হাসান তানভীর, কে.এম. নুরউদ্দিন চৌধুরী, মুহাম্মদ শাহাবুদ্দিন, আকবর মিয়া, সাজ্জাদ হোসেন, ডা. জসিম উদ্দিন, আতিকুর রহমান হৃদয়, মুহাম্মদ মুসলিম মিয়া, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ কামাল সওদাগর প্রমুখ।
মধ্য মাদার্শা খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া
হাটহাজারী মধ্য মাদার্শাস্থ খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পূর্ব থানার সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহা ই ইয়াজদাহুম উপলক্ষে গাউসিয়া কনফারেন্স খানকাহ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন খানকাহ কমিটির চেয়ারম্যান এবং আন্জুমান সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দীন বখতেয়ার। আলোচক ছিলেন সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছৈয়দ জালাল উদ্দীন আল আজহারী। জামেয়া আহমদিয়া ছুন্নিয়া আলীয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দীন আল আজহারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি হাটহাজারী পূর্ব শাখার সভাপতি গাজী মোহাম্মদ লোকমান। দাওয়াতে খায়র পরিচালনা করেন মাওলানা ছৈয়দ পেয়ার মোহাম্মদ।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ সেলিম, মুহাম্মদ রাশেদ খান মেনন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সেকান্দর হোসেন মাস্টার, মুহাম্মদ আরশাদ চৌধুরী, মুহাম্মদ এমদাদুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ এনামুল হক মাস্টার, সৈয়দ মুহাম্মদ মিয়া সওদাগর, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান আলী, আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন, শাহ্ মুহাম্মদ নাছির উদ্দিন মোস্তফা, মুহাম্মদ লোকমান হাকিম সাওদাগর, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী খান, হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম মাসুদ, মুহাম্মদ আবছার, সাংবাদিক মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ সাইফুল আলম টিপু, মুহাম্মদ ইকবাল চৌধুরী, মুহাম্মদ সেলিম উদ্দীন আজমী, মুহাম্মদ মহিউদ্দীন সুমন, এস.এম. আজাদুর রহমান আজাদ।
রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা
আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট পরিচালিত রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে মাহফিল গত ২০ নভেম্বর অধ্যাপক আলহাজ্ব কাজী সামশুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ, আলহাজ্ব কাজী আনোয়ারুল কিবরিয়া, মুহাম্মদ খোরশেদ জামান, এস.এম ইয়াসিন হোসাইন হায়দরী, আলহাজ্ব কাজী মুজিবুর রহমান, আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কামাল উদ্দিন। সহকারি মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন রফিকুল আলম, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রফিক আহমদ ওসমানী মুনাজাত পরিচালনা করেন।
গাউসিয়া কমিটি লতিফপুর আবু জাফর শাহ্ ইউনিট
গাউসিয়া কমিটি লতিফপুর ওয়ার্ড আওতাধীন হযরত সৈয়্যদ আবু জাফর শাহ (রাহ.) ইউনিটের উদ্যোগে ফাতেহা-ই ইয়াজদাহুম উপলক্ষে দাওয়াতে খাইর মাহফিল আব্বাস মাঝির বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মুহাম্মদ শাজরাতুল ইয়াকিন শাওয়াল এর সঞ্চলনায় মুহাম্মদ রবিউল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন পাহাড়তলী থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী। বিশেষ আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন সোহেল। সম্পাদক আলহাজ্ব খ. ম নজরুল হুদা। আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী শাহিন, মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানী। হাফেজ মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী। মুহাম্মদ জিয়াউদ্দিন সুমন, মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ জাবেদ হোসেন, কাজী তৌহিদ আজম সাজ্জাদ, মুহাম্মদ ইব্রাহীম শাকিল, আলহাজ্ব মুহাম্মদ সালেকুর রহমান মুহাম্মদ জসীম উদ্দিন। মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুহাম্মদ রবিউল হোসেন বাবু- সভাপতি, মুহাম্মদ জিয়াউদ্দিন সুমন- সাধারণ সম্পাদক, শাজরাতুল ইয়াকিন শাওয়াল- সাংগঠনিক সম্পাদক, হাফেজ মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী- দাওয়াতে খাইর সম্পাদক করা হয়।
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে মহল্লা সমিতির সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহা ইয়াজদাহুম মাহফিল কদম মোবারক শাহী জামে মসজিদে মহল্লা সমিতির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম এর সভাপতিত্বে ও ইমরান হোসেন জুয়েল এর সঞ্চালনায় গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্ঠা চেয়ারম্যান ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভি। এতে বক্তব্য রাখেন সি.সহ-সভাপতি হাজী সাহাবুদ্দিন, সহ সভাপতি জিয়াউদ্দিন, সি. যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলী নুর, দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন, আব্দুল মোনায়েম, মুহাম্মদ আয়ুব, মুহাম্মদ ইসহাক, জহির উদ্দিন রুবেয়াত, ইকবাল আহমেদ ইমু, কামরুজামান কায়সার, মুহাম্মদ শাহ আলম, সাইফুল আলম বাপ্পি, নাহিদ চৌধুরী মাহমুদ, সাইফু বারী চৌধুরী বাপ্পি, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আলম, মুহাম্মদ হাসেম প্রমুখ। গাউসিয়া কমিটি ও মহল্লা সমিতির পক্ষ থেকে সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনকে আজীবন সম্মানা সম্মারক প্রদান করেন মহল্লা সমিতির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম।
গাউসিয়া কমিটি এছন আলী
জামে মসজিদ ইউনিট শাখা
গাউসিয়া কমিটি কর্নফুলী উপজেলার শিকলবাহা এছন আলী শাহী জামে মসজিদ ইউনিট শখার উদ্দ্যোগে গত ২৬ নভেম্বর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও দাওয়াতে খায়ের মাহপিল অনুষ্ঠিত হয়। ইউনিট শাখার সভাপতি ইকবাল সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা ওসমান নুরী আলকাদেরী। মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন এছন আলী শাহী জামে মসজিদের খতিব মাওলানা লোকমান আলকাদেরী ও হাফেজ জামাল উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্নফুলী থানা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি, সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, সহ দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দীন হামীদী। চঐচ সত্যের সন্ধানে প্রতিযোগীতায় প্রথম পুরস্কার পাওয়া অত্র ইউনিটের দাওয়াতে খায়ের সম্পাদক, হাফেজ দৌলতুল ইসলাম সাকলাইনকে উক্ত মাহফিলে সংবর্ধিত করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ আসাদুজ্জামান কায়সার, মুহাম্মদ নুরুচ্ছফা মদন সওদাগর সদস্য, মুহাম্মদ মামুন, মুহাম্মদ মামুন উদ্দীন, মুহাম্মদ বাবুল, মুহাম্মদ হাসান মিস্ত্রী, মুহাম্মদ ইউসুপ, মুহাম্মদ সৌরভ, মুহাম্মদ ইমন।
গাউসিয়া কমিটি সাতকানিয়া খাগরিয়া ইউনিয়ন
গাউসিয়া সাতকানিয়া উপজেলার খাগরিয়া ওয়ার্ড শাখা ও খাগরিয়া কাজির জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে তাজেদারে মদীনা সুন্নী কন্ফারেন্স আল্লামা মুফতি মুহাম্মদ মোসলেম উদ্দীন নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা কাজী মুহাম্মদ মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুদাররিস মাওলানা জয়নাল আবেদীন কাদেরী, সম্মানিত অতিথি ছিলেন আলহাজ্ব এম এ সাঈদ, মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাস্টার, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী, মাওলানা আবদুল আজিজ মুনিরী, মাওলানা শাহ্ আলম তাহেরী, মাওলানা মুহাম্মদ ইছহাক, মাওলানা মুহাম্মদ মোখতার হোসাইন শিবলী, মাওলানা দিদারুল আলম আলকাদেরী, মাওলানা মনিরুল আলম আলকাদেরী, মাওলানা নুরুল কবির আলকাদেরী, আলহাজ্ব মুহাম্মদ নুরুন্নবী সওদাগর, ডা: মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ আলী হোসেন, গাউসিয়া কমিটি ওয়ার্ড সভাপতি আবদুল আউয়াল সওদাগর প্রমুখ।
গাউসিয়া কমিটি তাজউদ্দীন
শাহ্ (রাহ.) ইউনিট শাখা
গাউসিয়া কমিটি ১৭ নং ওয়ার্ড আওতাধীন হযরত তাজউদ্দীন শাহ্ ইউনিট শাখার উদ্যোগে গত ১২ নভেম্বর মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহা ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড সহ-সভাপতি মুহাম্মদ সরোয়ার আলম, প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন ছিলেন মুহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম জানু, মাওলানা এহসান আরাফাত, মুহাম্মদ নাসির, নেজাম ভান্ডারী, কায়সার হামিদ, জামশেদ, আবদুল হক, মাওলানা আবদুর রহমান, তানজিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ মোরশেদ আলম।
গাউসিয়া কমিটি গণি কলোনী ইউনিট শাখা
গাউসিয়া কমিটি ১৭ নম্বর ওয়ার্ড আওতাধীন গনি কলোনী ইউনিট শাখার ব্যবস্থাপনায় গত ৮ নভেম্বর মুহাম্মদ আহাদ এর সভাপতিত্বে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহা ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড সহ-সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা সিরাজুল মোস্তফা সিদ্দীকি, প্রধান বক্তা ছিলেন বি.এম.এ. সাধারণ সম্পাদক ডা: ফয়াসাল ইকবাল, বিশেষ অতিথি আবুল কালাম আবু, মুহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ তারেক সুলতান, আবদুল কাদের রুবেল, ইব্রাহীম খলিল, মুহাম্মদ নাসির, আবদুল হাকিম, কায়সার হামিদ প্রমুখ।
গাউসিয়া কমিটি মদীনা মসজিদ ইউনিট
গাউসিয়া কমিটি ১৭ নম্বর ওয়ার্ড আওতাধীন মদীনা মসজিদ ইউনিট শাখা ও সাবেক কাউন্সিলর মাস্টার জাফর স্মৃতি সংসদ এর সার্বিক সহযোগিতায় গত ৯ নভেম্বর সাবেক কাউন্সিলর এ.কে. এম. আরিফুল ইসলাম (ডিউক)এর সভাপতিত্বে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড উপদেষ্টা হাজী আবদুস্ সাত্তার, বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন মাওলানা আহমদুল্লাহ্ ফোরকান খান আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ সিরাজুর রহমান, জানে আলম জানু, আবদুল কাদের, আবদুর রঊফ, মুহাম্মদ ইউসুফ, সাজ্জাদ হোসেন রানা, আবদুল হাকিম, রাসেল, সাইফুল, কায়সার হামিদ, আবদুল আউয়াল, মুহাম্মদ তারেক, আবদুর রহিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নূর মুহাম্মদ।
গাউসিয়া কমিটি বাগমনিরাম ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাগমনিরাম ওয়ার্ড ও ইউনিট কমিটির যৌথ উদ্যোগে বেটারীগলি বায়তুন নূর জামে মসজিদে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল গত ২৯ নভেম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে তকরীর করেন মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দীন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল লতিফ, নজরুল ইসলাম, আরমান হোসেন, বেলাল হোসেন, হামিদ উল্লাহ, বেলাল হোসেন আলকাদেরী, বেদারুল ইসলাম, মুহাম্মদ হোসেন, গোলাম হোসেন প্রমুখ।
পটিয়ায় তাজেদারে মদীনা সুন্নী কনফারেন্স
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভার যৌথ উদ্যোগে গত ১ নভেম্বর তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স-২১ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন আওলাদে রসূল, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ.)। মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চালনায় ছিলেন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (শামীম) ও সদস্য সচিব মুহাম্মদ
দিদারুল আলম। মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মুহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ (কমিশনার), যুগ্ম-মহাসচিব, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম-মহাসচিব,
আলহাজ¦ মুহাম্মদ মাহবুবুল হক খাঁন তকরির করেন আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, বিশেষ ওয়ায়েজ ছিলেন আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী। দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ কমর উদ্দিন সবুর, আলহাজ¦ মুহাম্মদ ছগির চৌধুরী, মুহাম্মদ নেজাবত আলী বাবুল, মুহাম্মদ হাবিবুল্লাহ মাষ্টার, মুহাম্মদ শেখ সালাউদ্দিন, অধ্যক্ষ আবদুল মান্নান, মুহাম্মদ আবুল মনসুর, আলহাজ¦ মোজাফ্ফর আহমদ, পটিয়া পৌরসভার মেয়র- মুহাম্মদ আইয়ুব বাবুল, সাবেক মেয়র- মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, বিশিষ্ট সমাজসেবক- মুহাম্মদ সেলিম নবী, সাবেক চেয়ারম্যান- মুহাম্মদ জাফর, মুহাম্মদ আবদুল খালেক, গাজী মুহাম্মদ ইদ্রিচ, চেয়ারম্যান- ইনজামুল হক জসিম, মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, কাউন্সিলর- মুহাম্মদ গোফরান রানা, মুহাম্মদ সরোয়ার কামাল রাজিব, মাওলানা ওবায়দুল হক হক্কানী, ডাঃ মুহাম্মদ আবু সৈয়দ, মাওলানা নজির আহমদ, মুহাম্মদ আবুল মনসুর (এজিএম), হাজী মুহাম্মদ ইদ্রিচ, আবুল কাশেম চৌধুরী, মুহাম্মদ আবু ইউসুফ, জাকির হোসেন মেম্বার, ফৌজুল আকবর চৌধুরী, জামাল উদ্দিন, সুলতান আহমদ, হাজী শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবদুল মান্নান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বখতিয়ার হামিদ, মাওলানা সোলায়মান কাদেরী, মুহাম্মদ নুরুল আবছার (ব্যাংকার), শফিকুল ইসলাম, মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ আবু নোমান ফারুকী, আজিজুল হাকিম। পৌরসভা থেকে উপস্থিত ছিলেন- কাজী আবু মহসিন, মুহাম্মদ জাকারিয়া সবুজ, মুহাম্মদ সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা ইউসুফ জিলানী, মাওলানা মাসুম আল কাদেরী, মুহাম্মদ নাসিম হায়দার, আহমদ জামিল, মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান রিপন, আরাফাতুর রহমান, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ আমেরিকা নিউ ইর্য়ক শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ৯ নভেন্বর চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ভবনস্থ মিলনায়তনে কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে¡ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মোহাম্মদ আহসান হাবীব, আলহাজ্ব সৈয়দ হেলাল মাহমুদ, হাফেজ আব্দুর রহিম মাহমুদ, আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দীন, হাফেজ মৌলানা ওয়াসিম সিদ্দীকি, মোহাম্মদ নাদের, মৌলানা শফিউল আজম কোরাইশী, ব্রুন্স শাখার সেক্রেটারী শাহ জাকারিয়া, গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মনির চৌধুরী প্রমূখ।
গাউসিয়া কমিটি দেওয়ান বাজার ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে কোরবানীগঞ্জ জামে মসজিদে গত ২৯ নভেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, বিশেষ আলোচক ছিলেন আল্লামা মুফতি মুহাম্মদ জুলফিকার আলী, মাওলানা মুহাম্মদ আসরার তানজিম। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, থানা কমিটির সেক্রেটারী আলহাজ্ব খায়র মুহাম্মদ ও আলহাজ্ব ছাবের আহমদ।
মাহফিল পরিচালনায় ছিলেন- শাকেরুল ইসলাম সুজন ও ইমতিয়াজ উদ্দীন রনী। কমিটির নেতৃবৃন্দ’র মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন, তাজ উদ্দীন সুমন, নাসির উদ্দীন ভান্ডারী, আবদুল মজিদ আশরাফী, মুহাম্মদ আলমগীর, আবদুস্ সালাম বালি, সাংবাদিক বাহাদুর, মুহাম্মদ মিনু, মুহাম্মদ হান্নান, আবদুল গফুর, আবুল বশর, হাফেজ আবুল হোসেন, ওমর ফারুক, মাওলানা নাসির উদ্দীন প্রমুখ।
গাউসিয়া কমিটির তৎপরতা
পাহাড়তলী থানা শাখার দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল গত ১২ নভেম্বর বাদ মাগরিব হাজী আবদুল আলী জামে মসিজদ চত্বরে অনুষ্ঠিত হয়। দাওয়াতে খায়র নিয়ে বিশেষ আলোচনা করেন হাফেজ মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন মুহাম্মদ মুসলিম উদ্দিন, কাজী মোহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, নাইমুল হাসান তানবীর, মনির হোসেন মনু, আ.ফ.ম মহিউদ্দীন, মুহাম্মদ জামাল মিয়া, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ মুসা, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ওয়াহিদুল আলম প্রমুখ।
আবদুল আলী হাট ইউনিটের সম্মেলন সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ আবদুল আলী হাট ইউনিটের সম্মেলন গত ২০ নভেম্বর কামাল আহমদ মজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ জনির সঞ্চালনায় জব্বার শাহ্ (রহ.) ওরুন শাহ্ মাজার সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার সভাপতি ও মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ মুহাম্মদ মফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর। বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুছ হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ সৈয়দুর রহমান শুভ প্রমুখ। সভার সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত কমিটি গঠিত হয়। সভাপতি কামাল আহমদ মজু, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইউনুছ হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ আহমদুর রহমান, সাধারণ সম্পাদক নুর আহমদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সৈয়দুর রহমান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস মিয়া, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সোলায়মান আলকাদেরী, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান সাজু, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ সৈয়দ মাসুদ, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ হারুন, দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইদুল আলম টিপু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসেন সওদাগর, কার্যকরী সদস্য মুহাম্মদ মুরাদ আহমদ সজীব, মুহাম্মদ মাসুদ পারভেজ রানা, মুহাম্মদ গোলজার হোসেন, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ মাহফুজ, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ মোক্তার হোসেন।
গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয় শাখা
পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটি ৮ নং ওকন্যারা ওয়ার্ড শাখার উদ্যোগে (গত ৫ নভেম্বর) পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ তালুকদার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ নুরুল আবছার। সংবর্ধেয় অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুহাম্মদ শহীদ উল আলম। প্রধান বক্তা ছিলেন এস. আলম সিমেন্টের এ জি এম মুহাম্মদ শফিকুল ইসলাম (শোলক)। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা গাজী মুহাম্মদ আবুল কালাম বয়ানী। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী সৈয়দ মোর্শেদ উল্লাহ, ব্যাংকার মুহাম্মদ বেলাল হোসেন, কে এম আবুল হোসেন, আলহাজ্ব আলী আকবর খান, আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর হোসেন, গিয়াস উদ্দিন আহমদ (পারভেজ), ব্যাংকার মুহাম্মদ ইয়াকুব হোসেন খান (মানিক) মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ রহিম উদ্দিন মেম্বার, মাষ্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ ওমর ফারুক (সুমন), মাওলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ, হাজী বশির আহমদ, হাফেজ ক্বারী মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ ইমাম হোসেন ক্বাদেরী, মুহাম্মদ নুরুল আমিন (টিটু), মুহাম্মদ বাহাদুর খান, মুহাম্মদ মামুন খান, মুহাম্মদ তাজুল ইসলাম খান, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ রফিকুল ইসলাম খান, মফিজ আহমদ, আবু তৈয়্যব, আজিজুর রহমান, মোহাম্মদ হাসান, আবুল বশর আরিফ, মুহাম্মদ কাইছার আলম, মুহাম্মদ সালমান, আজাদ করিম, মুহাম্মদ জাকারিয়া প্রমূখ।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার
দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল নছর উল্লাহ চৌধুরী জামে মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন পাহাড়তলী থানার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্দ আব্দুল হালিম। উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আকবর মিয়া, সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ সজীব উদ্দিন, মুহাম্মদ সিফাত চৌধুরী, মুহাম্মদ ইমতিয়াজ হোসেন অয়ন, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ নূর হোসেন, মুহাম্মদ হোসেন, মোহাং আনোয়ার পাশা, মুহাম্মদ রনি, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ ফজল করীম, মুহাম্মদ শাহজান, মুহাম্মদ লোকমান চৌধুরী, মুহাম্মদ ইমাম হোসেন আলেফ প্রমুখ। দাওয়াতে খায়র সম্পাদক দাফন-কাফন নিয়ে বিশেষ আলোচনা করেন।
নোয়াপাড়া ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া ইউনিট কমিটির সম্মেলন ২১ নভেম্বর মুহাম্মদ নাঈমুল হাসান তানভীরের সভাপতিত্বে ও আতিকুর রহমান হৃদয়’র সঞ্চালনায় নোয়াপাড়া চৌরাস্তাড মোড় চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা সভাপতি ও মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, হাফেজ মাওলানা আব্দুল হালিম, শেখ আহমদ সাফা, কামাল আহমদ মজু। বক্তব্য রাখেন মুহাম্মদ মঈনুদ্দিন কাদের, মুহাম্মদ ইসতিয়াক, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ শাকিব। সভার সম্মতিক্রমে নোয়াপাড়া ইউনিট কমিটি (২০২১-২০২৩) একুশ সদস্য গঠিত হয়। কমিটি নিম্নরূপ- সভাপতি মুহাম্মদ সাকিব, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, সহ-সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিন কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক, অর্থ সম্পাদক মুহাম্মদ ইফতি, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আমির হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আকাশ, দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মুহাম্মদ নাজিমুল হোসেন তৌহিদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহাদাত, সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সায়েদ, মুহাম্মদ শিহাব, মুহাম্মদ আদনান, মুহাম্মদ শাকিব, মুহাম্মদ আশিক প্রমুখ।
গাাউসিয়া কমিটি মদীনা মসজিদ ইউনিট নবয়ান
গাউসিয়া কমিটি ১৭ নম্বর ওয়ার্ড শাখার আওতাধীন মদীনা মসজিদ ইউনিট নবায়ন সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হোসেন, বিশেষ অতিথি সহ সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মদ জানে আলম, জানু, মুহাম্মদ হারুন (ফুল), আবদুল কাদের, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ওসমানগনি, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ শাহাজাহান বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসেন রানা, মুহাম্মদ ইউনুস। মুহাম্মদ খায়রুল বশরকে সভাপতি, মুহাম্মদ আমিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইউনুচকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জামেয়া পরিদর্শনে মদিনা শরীফের
শাইখ আবু আয়ুব মুহাম্মদ মুবারক সুবাতী
মদিনা শরীফ বদর এলাকার তাফসির বিশারদ শাইখ আবু আয়ুব মুহাম্মদ মুবারক সুবাতী গত ১১ নভেম্বর কয়েকজন সফর সঙ্গীসহ এশিয়া বিখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে জামেয়া অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শাইখ আবু আয়ুব মুহাম্মদ মুবারক সুবাতী জামেয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আক্বীদা বিস্তারে কুত্ববুল ইরশাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ইসলামি শিক্ষা বিস্তারে বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। যার বাস্তব প্রতিফলন দৃশ্যমান। এ মাদরাসা ইসলামী শিক্ষা বিকাশের পাশাপাশি মাযহাবে হানাফী’র বিস্তারে অসাধারণ অবদান রেখে যাচ্ছে। পরবর্তীতে তার বংশপরম্পরা শায়খদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ও আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনায় এ মাদরাসা যুগপোযোগী সমৃদ্ধ হয়ে আসছে। তিনি জামেয়ার ছাত্রদেরকে তাকওয়া অবলম্বন এবং ধৈর্য্য ধারনের প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় সমানিত অতিথিকে সুদুর মদিনা শরীফ থেকে বাংলাদেশে বিশেষত: জামেয়া পরিদর্শনে আসার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, মুফাসসির মাওলানা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আযহারী, মাওলানা ক্বারী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বন্দর তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দুআ মাহফিল
তাকওয়া ভিত্তিক জীবন গঠনে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা ও পড়ালেখায় মনোবিশে করলে সুন্দর ও সফল জীবন লাভে ধন্য হবে। গত ১০ নভেম্বর আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী), এর মিলনায়তনে ২০২১ সনের দাখিল পরীক্ষার্থীদের দুআ মাহফিল অনুষ্ঠানের সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
শ্রেণি শিক্ষক মাওলানা মোশাররফ হোসাইন’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রভাষকমন্ডলী যথাক্রমে মুফতি এ.এস. এম. জালাল উদ্দিন ফারুকী, মাওলানা মুহাম্মদ আবুল হাছনাত আলকাদেরী, মুহাম্মদ আমির আলী, মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান, মাওলানা ছগীর আহমদ আলকাদেরী, মিসেস মেরী চৌধুরী, মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবি, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আনোয়ারি, মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন তুহিন, একেএম. রফিক উল্লাহ্ খান, আতাউর রহমান কায়সার, মিসেস ত্বাইরীন সুলতানা, মাওলানা সাইফুলল্লাহ্ খালেদ প্রমুখ।
শোক সংবাদ
আলহাজ্ব আবু তাহেরের কুলখানী সম্পন্ন
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আমিনুর রহমান আলকাদেরী রহমাতুল্লাহি আলায়হি’র ২য় পুত্র আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর কুলখানী গত ১৪ নভেম্বর নবগরীর আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্জ মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারী আলহহাজ্ব এস এম গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক বাচ্চু, এডভোকেট এম,এ, হাশেম, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, স্থানীয় কাউন্সিলর নূর মোস্তফা টিনু, এসরারুল হক গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। আলহাজ্ব লোকমান হাকীম মুহাম্মদ ইব্রাহীম, মরহুমের সন্তান হাফেজ খালেদ রিসাত, লায়ন আবু নাছের রনি অতিথিদের স্বাগত জানান। এতে বহুগণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
করাচি গাউসিয়া কমিটির সভাপতি
শহীদ আহমেদ’র ইন্তেকাল
দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের একনিষ্ট খাদেম ও পাকিস্তানের করাচী গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শহীদ আহমদ কাদেরী গত ১০ নভেম¦র ইন্তেকাল করেন (ইনèালিল্লাহে…..রাজেউন)। পর দিন বাদ নামাজে যোহর আওলাদে রাসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর ইমামতিতে আওরঙ্গ টাউনস্থ সেকটর-৫ এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের ইন্তেকালে- আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (কমিশনার), মহাসচিব শাহজাদ ইবনে দিদার, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, নেতৃবৃন্দ বলেন গাউসিয়া কমিটি ও দরবারে আলিয়া কাদেরিয়ার একনিষ্ট খেদমতগার ছিলেন মরহুম শহীদ আহমদ।
অধ্যাপক আবুল কাশেম ছিলেন একজন
প্রকৃত শিক্ষক ও মানবতাবাদী মানুষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন, অধ্যাপক আবুল কাশেম একজন প্রকৃত শিক্ষক ও মানবতাবাদী মানুষ ছিলেন। নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতার কারণে তিনি শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ৯ নভেম্বর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষক প্রয়াত অধ্যাপক আবুল কাশেমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুবুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজাহান, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ সবুর।
মাওলানা সাদ্দাম হুসাইন আল কাদেরী
গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়ন শাখার সহ দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সাদ্দাম হুসাইন আল কাদেরী গত ১৭ নভেম্বর ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৫ বছর। তার ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল আউয়াল আলকাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দীক্বী, সলিমপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন ও সাধারাণ সম্পাদক মুহাম্মদ সাখাওয়াত হোসাইন সহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
মরহুম সামসুদ্দিন আহমদ’র স্মরণসভা
গাউসিয়া কমিটি, পাহাড়তলী থানার সাবেক সভাপতি মরহুম সামসুদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লতিফপুরে গত ১৭ই নভেম্বর, বাদে মাগরিব তাঁর নিজ বাসভবনে খতমে গাউসিয়া শরীফ ও স্মরণ সভা লতিফপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চলনায় ও ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ মজু। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ আবুল কাশেম, সিটি গেইট ইউনিট সভাপতি মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ বোরহান উদ্দিন, আ.ফ.ম মঈনউদ্দিনসহ ওয়ার্ড ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মরহুম সামসুদ্দিন আহমেদ মাজহাব মিল্লাতের কাজে বিশেষ অবদান রাখেন।
রেশমী রহমান
গাউসিয়া কমিটি চন্দনাইশ বরমা ইউনিয়ন শাখার উপদেষ্টা এ.টি.এম খোরশেদুল ইসলামের ছোটভাই বিশিষ্ট লেখক মাজহার হেলালের সহধর্মিণী রেশমা রহমান (৫০) গত ২০ নভেম্বর ইন্তেকাল করেছেন। মরহুমার নামাজে জানাযা পশ্চিম কেশুয়া পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে মাওলানা কাজী আবুল কালাম আজাদের ইমামতিতে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গাউসিয়া কমিটি বরমা ইউনিয়ন শাখার সভাপতি ফোরকান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি মঈন উদ্দিন রুপন, সাধারন সম্পাদক ফেরদৌসুল আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দেলোয়ার হোসেন মেম্বার
গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ফজল করিম শাহ’র পিতা আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহ মেম্বার (৭৮) গত ২৪ নভেম্বর ইন্তেকাল করেছেন। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, গাউসিয়া কমিটি আবুধাবি রাজধানী শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক এসকান্দর মির্জা ও সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকসংবাদ
গাউসিয়া কমিটি ১৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম জানুর মাতা সম্প্রতি ইন্তেকাল করেন কালামিয়া বাজার, দ্বো-তলা জামে মসজিদে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে গাউসিয়া কমিটি নগর শাখার সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউনুচ মেম্বার, সহ সভাপতি হাজী মোহাম্মদ নুরুল আকতার, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ,বাকলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সুরুজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।