গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার শীতবস্ত্র বিতরণ

0
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার শীতবস্ত্র বিতরণ-
দরিদ্র নিম্ন মধ্যবিত্ত দুস্থ অসহায় মানুষ শীতবস্ত্র উপহার পেয়ে খুব খুশি। গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখা, রাজশাহী গত ৯ জানুয়ারি ২২ রোজ রবিবার, বিকাল ৪টায় , রাজশাহীর প্রধান কার্যালয় ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র, দুস্থ, অসহায় দৃষ্টি প্রতিবন্ধী, বাক্ প্রতিবন্ধী মানুষদের উন্নত মানের একটি করে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছে। মানবতা প্রেমী একটি অরাজনৈতিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখা, রাজশাহীর নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এমন মহতী উদ্যোগের বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব ড.মোহাম্মদ সফিকুল ইসলাম কাদেরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (রবি) কাদেরী, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন কাদেরী, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদেরী সহ উক্ত কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা, রাজশাহী সর্বদা মানবতার কল্যানে বিভিন্ন কার্যক্রম অব্যহত রাখবে বলে আশা ব্যক্ত করে।
শেয়ার
  •  
  •  
  •  
  •