আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ভাইস চেয়ারম্যান, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম রতন গত ২৩ ডিসেম্বর’২১ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫.০০ টায় যুক্তরাষ্টের (ইউএসএ) আটলান্টায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। মরহুমের লাশ গত ৬ জানুয়ারি’২২ বৃহস্পতিবার বিকাল ৪.৪৫ মিনিটে বাংলাদেশে আসে। ৭ জানুয়ারী’২২ইং বাদ জুম্মা রাজধানীর মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠে মরহুমের নামাজ-এ জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজ-এ জানাজায় উপস্থিত ছিলেন- আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সাহেব, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সলিম উল্লাহ্ সলু, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান ও কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান, এসিসটেন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল, ট্রেজারার আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী সাহেব, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হযরত আলী, নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, আলহাজ্ব তৌফিক আনোয়ার সাহেবসহ ঢাকা আনজুমান ও কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা গভর্নিংবডির সদস্যবৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার শাখা গাউসিয়া কমিটির প্রতিনিধিবৃন্দ। এছাড়াও এলাকাবাসী এবং পীর ভাইসহ ধর্মপ্রান মুসল্লী জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন মসজিদ-এ তৈয়্যেবিয়ার খতিব মুফতী আলহাজ্ব মাহমুদুল হাসান। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী।
জানাজার পূর্ব বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সলিম উল্লাহ্ সলু, মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা ও ছোট ভাই মোহাম্মদ আব্দুল লতিফ।
জানাজা শেষে মরহুমের চিরবিদায়ের ক্ষণে মাগফিরাত কামনা ও শ্রদ্ধাঞ্জলি স্বরূপ মেয়র মহোদয়সহ স্থানীয় কাউন্সিলর, কেন্দ্রীয় আনজুমান, ঢাকা আনজুমান, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার পক্ষ থেকে পুষ্পস্থাবক অর্পন করা হয়। মরহুমের ইচ্ছা অনুযায়ী মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁর মায়ের পাশে তাঁকে দাফন করা হয়।
গত ১০ জানুয়ারী ‘২২ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা ও কাদেরয়িা তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মরহুমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।