সংগঠন সংবাদ-বিভিন্নস্থানে ফাতেহা এয়াজদাহুম মাহফিল উদযাপন

0

রাজশাহী মহানগর গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখার ব্যবস্থাপনায় গত ১৫ ডিসেম্বর ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মুহাম্মদ মোশারফ হোসেন এর ভবনে মাসিক গেয়ারভী শরিফ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রারম্ভে হামদ ও নাত পড়েন মুহাম্মদ নাজিম হোসেন কাদেরী, মোহাম্মদ সুমন আলী, খতমে গাউসিয়া আলিয়া কাদেরিয়া পরিচালনা করেন শাহজাহান আলী কাদেরী, কিয়াম ও মুনাজাত করেন আশরাফ কাদেরী, মাহফিলে আলোচনা করেন ব্যারিস্টার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। মুনাজাতের মাধ্যমে গেয়ারভী শেরীফ মাহফিল সমাপ্ত হয়।

রংপুর জেলা গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র গেয়ারভী শরিফ মাহফিল শহরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কাদির খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াত পুকুর মাযার শরীফ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও দেশের জন্য বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কাদেরিয়া তাহেরিয়া রাবেয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সাহিদার রহমান, আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, মাওলানা মোহাম্মদ আবুল বাশার, এনামুল, সাইফুল ইসলাম, আলহাজ্ব মুজিবুর রহমান, আলহাজ্ব মকবুল হোসেন, আনোয়ার হোসেন, সেলিম বকসি প্রমুখ।

শীতলঝর্ণা মসজিদে রহমানিয়া গাউসিয়া
বায়েজিদ থানার অন্তর্গত শীতলঝর্ণা আ/এলাকাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও আলহাজ্বা সৈয়দা সখিনা খাতুনের ওফাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল গত ৪ ডিসেম্বর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানির বর্ণ্যাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা হাফেজ সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী, নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আল কাদেরী ও মাওলানা মুহাম্মদ মুস্তাক আহমদ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বায়েজিদ থানা শাখার সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ আলহাজ্ব হাবিবুর রহমান সর্দার, আলহাজ্ব সৈয়দ আব্দুর রহমান, হাফেজ সৈয়দ মনসুর, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন, মাওলানা সাইফুল হক কাদেরী, সৈয়্যদ আরিফুর রহমান, সৈয়্যদ আহসান, মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান, শায়ের আব্দুর রহমান, সাইফুল ইসলাম সাইফি ও সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান।

গাউসিয়া কমিটি চান্দগাঁও আবাসিক শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও আবাসিক মডেল শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহা-এ ইয়াজদাহুম মাহফিল গত ৪ ডিসেম্বর হযরত আবদুল হামিদ শাহ’র মাজারস্থ এবাদত খানায় অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মুহাম্মদ আবুল মনসুর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল উদ্বোধন করেন অধ্যক্ষ মওলানা আবদুচ ছবুর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব তসকির আহমদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, দাওয়াতে খায়র মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মাওলানা এরশাদ উল্লাহ হামিদি, মহানগর গাউসিয়া কমিটির সহসভাপতি মুহাম্মদ হারুন, আবুল হাসেম। আবাসিক মডেল শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাগরের সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন সৈয়দ হোসেন সিকদার, আবদুল মনসুর, মুহাম্মদ হাসেম, আবু তাহের, জালাল উদ্দীন মানিক, মাহবুবুল আলম, ইমরান চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর, আবদুর রহমান, মোজাফফর আহমদ, হোসাইন আলী পারভেজ, নেজাবত আলী বাবুল, সাইফুল ইসলাম জামি, সাইফুল ইসলাম হেলাল, আবদুল নবী, আবদুর রহমান, হেলাল হাসান, নজরুল ইসলাম, সোলায়মান পিনু, মোজাফফর আহমদ, হাজি জানে আলম, ছালেহ জহুর, আবদুল হক, নুর মোহাম্মদ, ইস্কান্দর চৌধুরী প্রমুখ।

গাউসিয়া কমিটি বাজালিয়া ইউনিয়ন শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর বাজালিয়া হেদায়তুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি সৈয়দ মুহাম্মদ মনছুরুর রহমান, প্রধান বক্তা ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, বক্তব্য রাখেন মাওলানা খোরশেদ আলম রেজভী, মাওলানা হারুনুর রশিদ হোসাইনি, মিলাদ ক্বিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

গাউসিয়া কমিটি সলিমপুর ইউনিয়ন শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ সলিমপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে পবিত্র ফাতেহা-এয়াজদাহুম উদ্যাপন ও আল্লামা আবুল ওয়াফা মুহাম্মদ মাহবুবুল আলম রজভী রহমাতুল্লাহি আলায়হির মাসিক ফাতেহা শরীফ এবং মাওলানা সাদ্দাম হোসেন আলকাদেরী রহ.’র স্মরণ সভা গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সলিমপুর ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মুহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলার যুগ্ম সম্পাদক মাওলানা খুরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী, ইউনিয়ন যুগ্ম সম্পাদক আলাউদ্দিন সরওয়ার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফায়সাল খান, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ তাওহিদুল আলম, মাওলানা ফয়সাল, কামাল উদ্দিন, নসিম উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন, লোকমান হোসেন প্রমুখ। দোয়া ও মুনাজাত করেন মাওলানা মুজিব উদ্দিন আলকাদেরী।

গাউসিয়া কমিটি কলসি দিঘীর পাড় শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানাধীন কলসি দিঘীর পাড়া শাখার ব্যবস্থাপনায় গত ২০ ডিসেম্বর বায়তুল হামিদ জামে মসজিদে ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলসি দিঘীর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন, প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ এমরান হোসাইন কাদেরী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বন্দর থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুহাম্মদ হাছান, ৩৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া শেখ পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ্ আল নোমান, বিশেষ বক্তা ছিলেন বায়তুল হামিদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মহসিন, মোতাওয়াল্লী মুহাম্মদ ইকবাল, ৩৮নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ খান, কলমি দিঘীর পাড় শাখার উপদেষ্টা মুহাম্মদ হোসেন সওদাগর, রফিক সওদাগর, নুর নবী সওদাগর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু ছাফর, শফিকুল ইসলাম, নাজিম উদ্দিন জনি, আজিজুর রহমান, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ এরশাদ, জামশেদ আলী, উসমান গণী, আব্বাস উদ্দিন, আমজাদ হোসেন রাকিব, সাইফুল আলম, মুহাম্মদ মহিউদ্দিন, নির্বাহী সদস্য মুহাম্মদ রাসেল, ইমাজ উদ্দিন বাপ্পি, শওকত আকবর, জাবের হোসেন অমি ও ইসমাইল সওদাগর প্রমুখ।

কাজী বাড়ী জামে মসজিদ ইউনিট
গাউসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ড আওতাধীন আহমদ উল্ল্যাহ কাজী বাড়ী জামে মসজিদ ইউনিটের উদ্যোগে গত ৩ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে দাওয়াতে খাইর মাহফিল ইউনিট সাধারণ সম্পাদক কাজী তৌহিদ আজম সাজ্জাদ এর সঞ্চলনায় ও লতিফপুর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানীর সভাপতিত্বে বাদে মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ ও বাদে এশা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল-আযহারী। বিশেষ বক্তা ছিলেন মাওলনা ড. বেলাল হোসেন তাহেরী ও মাওলানা মোহাম্মদ ওলিউজ্জামান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, পাহাড়তলী থানার অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ মজু।

গাউসিয়া কমিটির তৎপরতা

পাহাড়তলী থানা শাখার
দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল গত ১২ নভেম্বর বাদ মাগরিব হাজী আবদুল আলী জামে মসিজদ চত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন হাফেজ মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন মুহাম্মদ মুসলিম উদ্দিন, কাজী মোহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, নাইমুল হাসান তানবীর, মনির হোসেন মনু, আ.ফ.ম মহিউদ্দীন, মুহাম্মদ জামাল মিয়া, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ মুসা, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ওয়াহিদুল আলম প্রমুখ।

আবদুল আলী হাট ইউনিট শাখার সম্মেলন সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন আবদুল আলীহাট ইউনিট শাখার সম্মেলন গত ২০ নভেম্বর কামাল আহমদ মজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ জনির সঞ্চালনায় জব্বার শাহ্ (রহ.) ওরুন শাহ্ মাজার সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখার সভাপতি ও মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ মুহাম্মদ মফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর। বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুছ হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ সৈয়দুর রহমান শুভ। সভায় সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত কমিটি গঠিত হয়। সভাপতি কামাল আহমদ মজু, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইউনুছ হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ আহমদুর রহমান, সাধারণ সম্পাদক নুর আহমদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সৈয়দুর রহমান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস মিয়া, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সোলায়মান আলকাদেরী, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান সাজু, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ সৈয়দ মাসুদ, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ হারুন, দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইদুল আলম টিপু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসেন সওদাগর, কার্যকরী সদস্য মুহাম্মদ মুরাদ আহমদ সজীব, মুহাম্মদ মাসুদ পারভেজ রানা, মুহাম্মদ গোলজার হোসেন, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ মাহফুজ, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ মোক্তার হোসেন।

বড়লিয়া ইউনিয়ন শাখার গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ৮ নং ওকন্যারা ওয়ার্ড শাখার উদ্যোগে (গত ৫ নভেম্বর) পবিত্র ঈদে-মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ তালুকদার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ নুরুল আবছার। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুহাম্মদ শহীদ উল আলম। প্রধান বক্তা ছিলেন এস. আলম সিমেন্টের এ জি এম মুহাম্মদ শফিকুল ইসলাম (শোলক)। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা গাজী মুহাম্মদ আবুল কালাম বয়ানী। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী সৈয়দ মোর্শেদ উল্লাহ, ব্যাংকার মুহাম্মদ বেলাল হোসেন, কে এম আবুল হোসেন, আলহাজ্ব আলী আকবর খান, আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর হোসেন, গিয়াস উদ্দিন আহমদ (পারভেজ), ব্যাংকার মুহাম্মদ ইয়াকুব হোসেন খান (মানিক) মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ রহিম উদ্দিন মেম্বার, মাষ্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ ওমর ফারুক (সুমন), মাওলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ, হাজী বশির আহমদ, হাফেজ ক্বারী মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ ইমাম হোসেন ক্বাদেরী, মুহাম্মদ নুরুল আমিন (টিটু), মুহাম্মদ বাহাদুর খান, মুহাম্মদ মামুন খান, মুহাম্মদ তাজুল ইসলাম খান, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ রফিকুল ইসলাম খান, মফিজ আহমদ, আবু তৈয়্যব, আজিজুর রহমান, মোহাম্মদ হাসান, আবুল বশর আরিফ, মুহাম্মদ কাইছার আলম, মুহাম্মদ সালমান, আজাদ করিম, মুহাম্মদ জাকারিয়া প্রমূখ।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার
দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতে খায়র মাহফিল নছর উল্লাহ চৌধুরী জামে মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন পাহাড়তলী থানার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম। উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আকবর মিয়া, সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ সজীব উদ্দিন, মুহাম্মদ সিফাত চৌধুরী, মুহাম্মদ ইমতিয়াজ হোসেন অয়ন, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ নূর হোসেন, মুহাম্মদ হোসেন, আনোয়ার পাশা, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ ফজল করীম, মুহাম্মদ শাহজান, মুহাম্মদ লোকমান চৌধুরী, মুহাম্মদ ইমাম হোসেন আলেফ প্রমুখ। দাওয়াতে খায়র সম্পাদক দাফন-কাফন নিয়ে বিশেষ আলোচনা করেন।

নোয়াপাড়া ইউনিট কমিটির সম্মেলন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া ইউনিট কমিটির সম্মেলন ২১ নভেম্বর মুহাম্মদ নাঈমুল হাসান তানভীরের সভাপতিত্বে ও আতিকুর রহমান হৃদয়’র সঞ্চালনায় নোয়াপাড়া চৌরাস্তা মোড় চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা সভাপতি ও মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, হাফেজ মাওলানা আব্দুল হালিম, শেখ আহমদ সাফা, কামাল আহমদ মজু। বক্তব্য রাখেন মুহাম্মদ মঈনুদ্দিন কাদের, মুহাম্মদ ইসতিয়াক, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ শাকিব। সভায় সর্বসম্মতিক্রমে নি¤েœাক্তদের নোয়াপাড়া ইউনিট কমিটি গঠিত হয়। সভাপতি মুহাম্মদ সাকিব, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, সহ-সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিন কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক, অর্থ সম্পাদক মুহাম্মদ ইফতি, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আমির হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আকাশ, দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মুহাম্মদ নাজিমুল হোসেন তৌহিদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহাদাত, সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সায়েদ, মুহাম্মদ শিহাব, মুহাম্মদ আদনান, মুহাম্মদ শাকিব, মুহাম্মদ আশিক প্রমুখ।

মদীনা মসজিদ ইউনিট শাখার নবয়ান
গাউসিয়া কমিটি ১৭ নম্বর ওয়ার্ড আওতাধীন মদীনা মসজিদ ইউনিট শাখার সম্মেলন সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মদ জানে আলম, জানু, মুহাম্মদ হারুন (ফুল), আবদুল কাদের, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ওসমানগনি, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ শাহাজাহান বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসেন রানা, মুহাম্মদ ইউনুস। এতে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ খায়রুল বশরকে সভাপতি, মুহাম্মদ আমিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইউনুচকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কৈবল্যধাম ইউনিট শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওতাধীন কৈবল্যধাম ইউনিট শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত ১৭ ডিসেম্বর সংগঠন কার্যালয়ে মোহাম্মদ এমরান মিয়া সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ মুসলিম উদ্দীন, প্রধান বক্তা ছিলেন পাহাড়তলী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানার সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, অর্থ সম্পাদক কামাল আহমদ মজু, উত্তর পাহাড়তলী ওয়ার্ড সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নাইমুল হাসান তানভীর। বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ আহমদ বিএসসি, মোহাম্মদ মোবারক হোসেন, জয়নুল আবেদীন মঞ্জু, মোহাম্মদ শাদাব, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ সাইফুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ আল আমিন, ইসমাইল নুর শাকিল, মোহাম্মদ মনির, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ উজ্জল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ এমরান মিয়া সওদাগরকে সভাপতি ও মোহাম্মদ ইব্রাহিম খলিল জসিমকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কৈবল্যধাম ইউনিট কমিটি গঠন করা হয়।

মাওলানা মোহাম্মদ আলী শাহ্ (রহ:) ইউনিট কমিটির সম্মেলন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন হযরত মাওলানা মোহাম্মদ আলী শাহ্ (রহ:) ইউনিট কমিটির সম্মেলন গত ৩ ডিসেম্বর মুহাম্মদ আকবর মিয়ার সভাপতিত্বে ও মুহাম্মদ আসিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা সভাপতি ও মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিচ মুহাম্মদ নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, উদ্বোধক ছিলেন মুহাম্মদ শহীদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানা সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, দাওয়াতে খায়ের সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হালিম, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ মিয়া, দপ্তর সম্পাদক কাজী রবিউল হোসেন রানা। বক্তব্য রাখেন মুহাম্মদ আনোয়ার পাশা, মুহাম্মদ সরোয়ারুল আলম, মুহাম্মদ জোবায়ের প্রমুখ।
এতে সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি নি¤েœাক্ত গঠিত হয়। সভাপতি মুহাম্মদ আকবর মিয়া, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা, সহ-সভাপতি মুহাম্মদ সরোয়ারুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ মাসুদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাকিব আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ হোসেন অয়ন, সহ দপ্তর সম্পাদক শেখ আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ মারুফুল আলম হৃদয়, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইশতিয়াজ হোসেন সামি, দাওয়াতের খায়ের সম্পাদক মুহাম্মদ আলী আজম ফিরোজ, সহ-দাওয়াতের খায়ের সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, সমাজ সেবা সম্পাদক মুহাম্মদ এরশাদ, সহ-সমাজ সেবা সম্পাদক মুহাম্মদ নাঈম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ বাপ্পি, সহ-সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাইমন, সদস্য মুহাম্মদ খুরশিদ আলম, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ মুর্শেদ আলম, মুহাম্মদ আরাফাতুল ইসলাম রিয়াদ, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ দিদারুল আলম মাহিন, মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ আলী, মুহাম্মদ শামিম আহমদ, মুহাম্মদ জহুরুল আলম, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আশরাফুল আলম নয়ন, মুহাম্মদ রাসেল।

শহীদ নগর ইউনিট কমিটির সম্মেলন
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানাধীন শহীদ নগর ইউনিট কমিটর দ্বি বার্ষিক সম্মেলন মুহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আইয়ুব, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সহ সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, হাজী মুহাম্মদ সোলেমান, মুহাম্মদ মোহরম আলী, মুহাম্মদ ফজল হক, সুলতান আলম, মুহাম্মদ আলী, কামাল আহম্মদ মজু, মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, ডা. এ কে সামশুদ্দিন রাসেল, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ আবু তৈয়ব। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট নি¤েœাক্ত কমিটি গঠিত হয়।
সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সহ সভাপতি মুহাম্মদ আবু জহুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ মনজুর আলম মঞ্জু, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ তসলিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহেদ, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ সোলেমান আল কাদেরী, অর্থ সম্পাদক মুহাম্মদ সেকান্দর, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহাজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ মোকারম, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হাসান, সদস্য মুহাম্মদ জালাল, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ গিয়াস উদ্দীন, মুহাম্মদ নাসিম ড্রাইভার, সাফায়েত, মুহাম্মদ ফারদিন, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ ইলিয়াছ।

চরলক্ষা ইউনিটের দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষা ইউনিয়নের ৫নং ইউনিট হাফেজ আবদুল করিম জামে মসজিদে মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় দাওয়াতে খায়র মাহফিলে কমিটির সকল সদস্য ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মসজিদে ইমাম বিভিন্ন মাসআলা মাসায়েল সম্পর্কে ও দাওয়াতে খায়রের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন। মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

রাউজান ফকির তাকিয়া শাখার
দাওয়াতে খায়র মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার ব্যবস্থাপনায় গত ২৮ নভেম্বর দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার। মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জালাল উদ্দিন আল-আজহারী। প্রধান মুয়াল্লিম ছিলেন দা’ওয়াতে খায়র কেন্দ্রীয় প্রধান মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, মাওলানা এ.কে.এম জামাল হোসাইন, মাওলানা আবদুল খালেক আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী, অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, মাওলানা এম.এ মতিন, মোহাম্মদ সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা ইদ্রিস, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, সৈয়্যদ মিয়া, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আহমদুল ইসলাম কাদেরী, মাওলানা ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন।

ওকান্যারা ৮নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার বড়লিয়া ওকন্যারা (৮নং ওয়ার্ড) শাখার উদ্যোগে বড়পীর আবদুল কাদের জিলানী (রহ:)-র সালানা ওরশ মোবারক এবং দ্বি-বার্ষিক কাউন্সিল ওকন্যারা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওকন্যারা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মুহাম্মদ রহিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি মাহবুবুল আলম (এম.কম)। প্রধান বক্তা ছিলেন কোলাগাঁও গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মৌলানা ইসমাইল খান আজাদ। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার। প্রধান নির্বাচন পর্যবেক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম। পর্যবেক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সহ-অর্থ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আনোয়ার, ডা: আজমগীর, মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জামশেদ শরীফ রনি, ওয়াহিদ মুরাদ, ইমরান খান, আলী আকবর।
এতে সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত কমিটি গঠিত হয়। সভাপতি সিরাজুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মফিজ আহমদ, সহ-সভাপতি খয়রাতি মিয়া, আজিজুর রহমান, সহ-সভাপতি ইলিয়াছ সওদাগর (বাবুল), আনিস উদ্দিন আহমদ, মোহাম্মদ শাহজাহান, উমর ফারুক (সুমন), সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তৈয়্যব, মামুন খান, মোহাম্মদ নোমান উদ্দিন, মোহাম্মদ হাসান, কাইসার হামিদ, ইমরান হোছাইন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হোসাইন খান (মানিক), রফিকুল ইসলাম খান (জুলখান), ইমাম হোছাইন, আবুল বশর (আরিফ), অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, দাওয়াতে খায়র সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ সোলতান উদ্দিন, দপ্তর সম্পাদক কাইছার আলম, সহ-দপ্তর সম্পাদক আজাদ করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবীবুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোলাইমান প্রমূখ।

চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ায় মুসল্লীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় খাদেম পাড়া জামে মসজিদে আজানের আগে দরুদ-সালাম ও নামাজের পর মুনাজাত করার কারণে নামাজরত নিরীহ সুন্নি মুসলমানদের উপর ওপর বর্বর হামলা চালিয়েছে চিহ্ণিত ওহাবী হেফাজতীরা। পবিত্র মসজিদে রক্তাক্ত করার প্রতিবাদ এবং এ ঘটনায় চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ৬ ডিসেম্বর দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে লিখিত বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ওই মসজিদটি বরাবরই আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা সুন্নি মুসলমান দ্বারা পরিচালিত এবং এতে আজানের আগে নিয়মিত সালাম, দরুদ এবং আজানের পরে দোয়াসহ নামাজের পর সালাতুস সালাম এবং কিয়াম করে আসছিলেন মসজিদের খতিব, ইমাম ও মুসল্লিরা। কিন্তু ইসলামের নামে ছদ্মবেশী দরুদ ও সালাম অস্বীকারকারী চিহ্নিত ওহাবী-হেফাজতিরা এ নিয়ে বিভিন্ন সময় মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালিয়ে আসছিল। সর্বশেষ গত ৩ ডিসেম্বর জুমার নামাজে প্রকাশ্য দিবালোকে কুরআন-সুন্নাহর অকাট্য দলিলে টিকতে না পেরে জুমা শেষে তারা মুসল্লীদের উপর সশস্ত্র হামলা করে ২০ জনকে আহত করে, মসজিদ রক্তাক্ত করে ত্রাসের রাজত্ব কায়েম করে। ইতিপূর্বে আরো বহু দাঙ্গা-হাঙ্গামার নেতৃত্বে থেকে দেশে ইসলামের নামে জঙ্গিবাদ কায়েমের অপতৎপরতায় লিপ্ত ছিল ঐ এলাকার চিহ্নিত ওহাবী-হেফাজতি সন্ত্রাসীরা। বক্তারা, এ বর্বর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তথাকথিত হেফাজতের সন্ত্রাসীরা পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়ে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ও সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা বাধিয়েও পার পেয়ে যাবার কারণে এরা ধরাকে সরাজ্ঞান করে আল্লাহর ঘরের মতো পবিত্র স্থানকে অপবিত্র করার মতো দুঃসাহস দেখিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আল-কাদেরী আজানের আগে-পরে এবং নবীজির উপর কিয়াম, দরুদ ও সালাম অস্বীকার করে তাদের বাহাসের আহবান জানিয়ে তিনি প্রশাসনের মধ্যস্থতায় আহলে সুন্নাতের ওলামা মাশায়েখ যেকোন স্থানে মুনাযারা-বহসে অংশ গ্রহণে প্রস্তুত বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তাসকির আহমদ, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় যুগ্মমহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। লিখিত বক্তব্য পাঠ করেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। এতে উপস্থিত ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়ের মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন সোহেল, দপ্তর সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রেজাউল হোসাইন জসিম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল প্রমুখ।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায়
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত
মহান বিজয় দিবস,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ এম এনামুল হক চৌধুরী। সভায় এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য আত্মদানকারী বীর শহীদদের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ¦ল দিন। ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে বাঙ্গালীর প্রবল প্রতিরোধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত এ বিজয় আমাদের অহংকার।
সভায়া বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মঞ্জুর রশিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী। আলোচনা শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রধান অতিথি যুদ্ধাহত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ এম এনামুল হক চৌধুরী কে মহান বিজয় দিবস ২০২১ এর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা, মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী, মাওলানা মোহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ মইনুল ইসলাম, মুহাম্মদ আহসান হাবীব, মুহাম্মদ মনোয়ার হোসাইন চৌধুরী, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ আযহারী। প্রমুখ।

আনোয়ারা সদরে আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসায় নতুন বই বিতরণ
আনোয়ারা সদরস্থ ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২২ সালের বই বিতরণ অনুষ্ঠান মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে ও মাদরাসা পরিচালক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ (সাবেক কমিশনার), প্রধান আলোচক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফ্রেইড ইন্টারন্যাশনালের এম.ডি আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর, গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলার সহ সভাপতি আলহাজ্ব আনোয়ার মুন্সি, এডভোকেট মুহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, আলহাজ্ব ডা. মুহাম্মদ আলী, এস.এম. আবদুল হালিম, মুহাম্মদ ফরিদুল আলম, এইচ.এম. নজরুল ইসলাম, মাওলানা নুর মুহাম্মদ আনোয়ারী, আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক (সাবেক ব্যাংকার) আলহাজ্ব সামশুল আলম, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ আনোয়ার সওদাগর, মুহাম্মদ আলাউদ্দিন, ব্যাংকার মুহাম্মদ নাছির, মুহাম্মদ মামুনুর রশীদ, হাফেজ মাওলানা মুহাম্মদ আবু ছৈয়দ, হাফেজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোছাইন, মাওলানা কলিম উদ্দিন, মাওলানা এস.এম. আনচার, হাফেজ মুহাম্মদ রবিউল করিম প্রমুখ।

ওয়াজের আলী আলকাদেরী (রহঃ)’র ৪৩ তম বার্ষিক ওরশ সম্পন্ন
আওলাদে রসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ) এর খলিফা আলহাজ ওয়াজের আলী সওদাগর আলকাদেরী (রহ)’র ৪৩তম বার্ষিক ওরশ ও মরহুমা আলহাজ্জা সাদিয়া বেগমসহ সকল প্রয়াত মুরুব্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল গত ৩ ডিসেম্বর দক্ষিণ বাকলিয়া ওয়াজের আলী রোডস্থ মরহুমের নিজ বাড়ীস্থ মাঠে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র এডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর আলকাদেরী স্মৃতি সংসদ আয়োজিত ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খানবাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক হাসেমী। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, ওয়ার্ড গাউসিয়া কমিটির উপদেষ্টা এস এম ফারুক উদ্দীন, ওয়াজের আলী আলকাদেরী (রহ.) এবাদতখানার পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সৈয়দ আনসারী, নুর মোহাম্মদ আলকাদেরী, জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাদের, পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা আবুল ফাতেমা জামে মসজিদের খতিব মাওলানা শফিউল বশর, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি জামাল উদ্দীন সুরুজ, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক জানে আলম জানু, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, প্রচার সম্পাদক মুহাম্মদ নাছির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ ছিদ্দিক, সাঈদুল আজম খান মিতু, মুহাম্মদ সেলিম, আজিম উদ্দীন, মোহাম্মদ কাসেম, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ বশীর, মুহাম্মদ খালেদ সোহেল, মাওলানা নুর উদ্দিন, মুহাম্মদ হামিদ, সাদমান আলী সামির, আজওয়াদ আলী আবির, মুহাম্মদ আলমগীর, সাবের আহমদ জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, নসুরুল্ল্যাহ খান নসু, মুহাম্মদ আজাদ, আলাউদ্দিন বিটু প্রমুখ। বক্তারা বলেন, উপমহাদেশে ইসলামের অন্যতম খেদমতগার আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)’র একনিষ্ঠ মুরিদ ও আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র খলিফা আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর আলকাদেরী (রহ.) ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র আমরণ ফাইন্যান্স সেক্রেটারি ও চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মহান খেদমতগার। আপন মুর্শীদের সন্তুষ্টি অর্জনে সারাজীবন ত্বরিকত ও মাযহাব মিল্লাতের কাজে নিয়োজিত রেখে এদেশের কোটি কোটি সুন্নি মুসলমানেরকে ঋণী করে গেছেন। আলহাজ্ব ওয়াজের আলী সওদাগর আলকাদেরী (রহ.)সহ অন্যান্য গুণীজনদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে জাতি।

শোক সংবাদ

আনজুমান জামেয়ার খেদমতগার
মাওলানা আবু তাহেরের ইন্তেকাল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ জোয়ারা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, ফতেনগর শিকদার বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আনজুমান জামেয়ার খেদমতগার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তাহের (৭৫) গত ২৪ ডিসেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় রেখে যান। মরহুমের নামাজে জানাযা পরদিন বাদে জোহর ফতেনগর শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, করোনা রোগী সেবা ও দাফন কাফন কর্মসৃচীর প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ফতেনগর শিকদার বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউদ্দিন আদিল, গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মেশকাত, সাধারণ সম্পাদক সোহেল রানা গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ যে তিনি জোয়ারাস্থ তাহেরিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা ও ফতেনগর শিকদার বাড়ী খানকাহ শরীফের ভূমিদাতা ও আনজুমানের বক্স কালেক্টর ছিলেন।
এছাড়াও মাসিক তরজুমান সম্পাদনা পরিষদ মরহুমের ইনতিকালে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে তারা বলেন, মরহুম আবু তাহের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দীর্ঘদিন মাসিক তরজুমান বিপননে দায়িত্ব পালন করেন। তাঁর এ খেদমতের স্বীকৃতি স্বরূপ হুযুর কেবলা আওলাদে রসূল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ.)’র হাত থেকে পুরস্কার গ্রহণে ধন্য হন।

প্রফেসর মোখতার আহমদের ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
হামজারবাগ হিলভিউ হাউজিং সোসাইটি লি. এর প্রতিষ্ঠাতা গাউসে জামান আওলাদে রসূল হযরতুল আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহ.’র একনিষ্ঠ মুরিদ, চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোখতার আহমদের ইসালে সাওয়াব মাহফিল গত ৩০ ডিসেম্বর হামজারবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওই দিন সকাল থেকে পবিত্র খতমে কুরআন, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত ও পরে জেয়াফত সম্পন্ন হয়। চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকমন্ডলী, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র কর্মকর্তাবৃন্দ গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দ এ.এস.এফ.সদস্যসহ বহু শিক্ষাবিদ গণ্যমান্য ও ব্যক্তিবর্গ এতে শরিক হন।

শেয়ার
  •  
  •  
  •  
  •