জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ওরস মোবারকে বক্তারা ভারতের দুই বিজেপি নেতার সর্বোচ্চ শাস্তি ও রাস্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবী জানান

0

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় দেশখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক, কুতুবুল আউলিয়া, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির ৬৩ তম সালানা ওরস মোবারক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন’র সভাপতিত্বে গত ১২ জুন ষোলশহরস্থ জামেয়া সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন-আউলিয়ায়ে কেরাম মানবজাতিকে সদা আল্লাহ-রাসূলের প্রদর্শিত পথে ও মতে চলার শিক্ষা দেন। পথভ্রষ্ট মানব জাতির মৃত আত্মাকে জীবিত করেন। হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) অগণিত পথহারা মুললমানকে শরীয়ত-তরিকতের অনুসরণে মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত এ জামেয়া থেকে শিক্ষাপ্রাপ্ত ছাত্ররা বিশ্বের বিভিনè দেশে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুনèাত ওয়াল জামাতের পথ অনুসরণের জন্য দাওয়াত দিচ্ছে, এ জন্য আমরা গর্বিত।

আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর সারগর্ভ বক্তব্যে বলেন – শিক্ষা জাতির মেরুদণ্ড। বিশেষত ধর্মীয় শিক্ষা লাভ মানব জীবনের জন্য অতীব জরুরী। দ্বীনী শিক্ষার প্রচার-প্রসারের কথা চিন্তা করে ১৯৫৪ সালে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক কুতুবুল আউলিয়া, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, রাহ্নুমায়ে শরীয়ত ও তরীক্বত, পেশোওয়ায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) বর্তমান এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য আমরা হুজুর ক্বিবলা শাহেন শাহে সিরিকোটির (রহ.) প্রতি কৃতজ্ঞ। অদ্যাবধি উক্ত মাদ্রাসা দেশ-বিদেশে ইসলাম তথা সুন্নিয়ত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। গাউসে জমান, আলে রাসূল, হাফেজ, ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)-এর বলিষ্ঠ পৃষ্ঠপোষকতায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার খ্যাতি ও সুনাম বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বিস্তার লাভ করেছে। আওলাদে রসূল, গাউসে যামান, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি. আ.) ও হযরতুল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.) এবং সিলসিলার মাশায়েখ হযরাতের নজরে করমে জামেয়ার সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। যাঁদের ত্যাগ ও খেদমতের দরুণ এ জামেয়া আজ বাংলাদেশসহ বিশ্বের সুন্নি মুসলমানের অন্তরের অন্তস্থলে স্থান লাভ করেছে তাঁদের প্রতি মুবারকবাদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার।

সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেন – মহান আধ্যাত্মিক সাধক সুন্নীয়তের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ কুতুবুল আউলিয়া হযরতুলহাজ আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) এ দেশে শুভাগমন না হলে এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হলে এ দেশের মানুষ নবী-ওলী প্রেমিক না হয়ে গোমরাহীর বেড়াজালে আবদ্ধ হয়ে ঈমানহারা হতেন। আল্লাহ্-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মতো একজন নবী বংশধরকে পাঠিয়ে আমাদের ওপর এহ্সান করেছেন। জামেয়াসহ আনজুমান ট্রাস্ট পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে শিক্ষাপ্রাপ্ত শিক্ষার্থীদের ওপর এ মহান ওলীর নেগাহ করম রযেছে বিধায় আজ দেশ-বিদেশে আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির কার্যক্রম বিস্তৃত ও প্রশংসিত হচ্ছে। বক্তরা আরো বলেন- দ্বীন ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম হয়ে আওলাদে রসূলগণের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ঈমান আক্বীদা রক্ষার্থে তাঁদেরই নির্দেশিত পথে আমরা যদি চলতে পারি, তাহলেই আমরা দ্বীন-দুনিয়া উভয় জাহানের কামিয়াবী হাসিল করতে সক্ষম হবো।

মাহফিলে বক্তারা বলেন- সাম্প্রতিক এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে কটুক্তি করায় ভারতের বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি মিডিয়া দিল্লী অপারেশন প্রধান নবীন কুমার জিন্দালকে দলের সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে আজ ৫৭টি দেশের অধীক মুসলিম দেশ নিন্দা জ্ঞাপনসহ কটোর শাস্তি দাবী করেছে এবং ইতোমধ্যে অনেক দেশ ভারতীয় পণ্য বয়কট করেছে। বাংলাদেশের সুন্নী জনতাকে এ ব্যাপারে আরো সোচ্ছার হওয়ার পাশা-পাশা শান্তিপূর্ণ পরিবেশে তা পালন করার আহবান জানানো হয়। বক্তারা ভারতের দুই বিজেপি নেতার সর্বোচ্চ শাস্তি ও রাস্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবী জানান।

বক্তারা আরো বলেন-সম্প্রতি সীতাকুন্ডে বিএম ডিপোতে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহত ও আহতদের সেবা প্রদানের ব্যাপারে গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টীম নিজেদের জীবন বাজী রেখে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের খেদমতের বিষয়টি বিভিন্ন মিডিয়া ফলাও করে সংবাদ পরিবেশন করায় আনজুমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া তথা হুজুর কেবলায়ে আলম এর মিশনের সুনাম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় হুজুর কেবলায়ে আলম ও আনজুমানের পক্ষ থেকে মোবারকবাদ জানানো হয়। মাহফিলে নিহতদের জন্য গভীর শোক প্রকাশসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ আহত ও চিকিৎসারত ভাইদের জন্য মহান রাব্বুল আলামীন, তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরোগ্য কামনা করে দো’য়া ও মুনাজাত করা হয়।

এতে বক্তা ছিলেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভী, জামেয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, সাবেক মুহাদ্দিস্ আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, সাবেক মুহাদ্দিস্ আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, সোবহানিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, তৈয়্যবিয়া অদুদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, মাদরাসা-এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ বদিউল আলম রেজভী, আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানীসহ আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা সমূহের ওলামায়ে কেরামবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, আনজুমান ট্রাস্ট’র সদস্য মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, আলহাজ্ব শেখ নাসির উদ্দিন আহমেদ, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, তসকীর আহমেদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, ওরস সাব-কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতেয়ার, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল হক খাঁন, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পীভাই ও শুভাকাঙ্খিবৃন্দ।

সালানা ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- বা’দ ফজর খতমে কোরআন মাজীদ, খতমে বোখারী শরীফ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, পবিত্র গেয়ারবী শরীফ, বা‘দ মাগরিব হযরাতে মাশায়েখ কেরামের জীবনী আলোচনা এবং সালাত ও সালাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান।

পরিশেষে, জামেয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখিরী মুনাজাত পরিচালনা করেন। বা‘দ নামাজে এশায় তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল’র সমাপ্তি হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •