ব্যাংকে টাকা রাখলে লাভ হিসাবে যে টাকা প্রদান করা হয় সে টাকা আমরা ভোগ করতে পারব কিনা?

0

প্রশ্ন: ব্যাংকে টাকা রাখলে লাভ হিসাবে যে টাকা প্রদান করা হয় সে টাকা আমরা ভোগ করতে পারব কিনা? জানালে উপকৃত হব।

 তানজিনা আরজু, পাইকপাড়া, পটিয়া, চট্টগ্রাম

উত্তর: বর্তমান সময়ে ব্যাংকিং লেনদেনে ব্যাংকে টাকা জমা দানকারী (ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান) কে ডিপিএস ও এফডিআর ইত্যাদি আমানতের উপর ব্যাংক কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট হারে শতকরা হিসেবে যে ইন্টারেস্ট বা সুদ প্রদান করে, যা গ্রাহকের দাবী ব্যতীত, তা বর্তমান যুগের কিছু কিছু মুফতি যদিও সুদের অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেছেন। তবে মুহাকিক্ব ফোকাহায়ে কেরামের মতে তা সুদের অবকাশ হতে মুক্ত নয় বিধায় ব্যাংকে জমাকৃত টাকার উপর শতকরা হারে যে অতিরিক্ত লভ্যাংশ দেয়া হয় তা গ্রাহক গ্রহণ করে নিজের জন্য অথবা স্বীয় পরিবার-পরিজনের জন্য ব্যবহার না করে গরীব-মিসকিন এবং অসহায় ব্যক্তিকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেবে। এটাই সতর্কতা ও নিরাপদ। সুতরাং ব্যাংক কর্তৃক অতিরিক্ত প্রদানকৃত টাকা নিজে ব্যবহার না করে দুনিয়াবী কোন প্রকার লাভ বা সাওয়াব অর্জনের উদ্দেশ্য ব্যতীত গরীব, মিসকিন ও অসহায়কে দিয়ে দেয়াই শ্রেয়।
[অকারুল ফতোয়া, কৃত. মুফতি অকারুদ্দিন বেরলভী রহ. ও আমার রচিত যুগ জিজ্ঞাসা ইত্যাদি]

শেয়ার
  •  
  •  
  •  
  •