আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় আজ আলমগীর খানকাহ্ শরীফে
আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল’র ১ম দিবস
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় আজ ৮ই মুহররম, ৭ আগস্ট বাদ মাগরিব হতে এশা পর্যন্ত শোহাদায়ে কারবালা মাহফিল’র ১ম দিবস কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশিনার) সভাপতিত্বে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হবে।
এতে তকরীর করবেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী ও আল্লামা আব্দুল মোস্তফা রাহিম আল-আযহারী।
এ পবিত্র আজিমুশ্শান মাহফিলে যোগদান করে শোহাদায়ে কারবালার প্রতি সম্মান ও মহব্বত প্রদর্শন করে আল্লাহ-রাসূলের রেজামন্দি, হযরাতে মাশায়েখ কেরামের নেগাহে করম হাছিলের জন্য আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন পীর ও শুভাকাঙ্খিদেরকে আহবান জানিয়েছেন।