নিশ্চিত শাহাদাত জেনেও অন্যায়ের কাছে মাথা নত করেননি ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু

0

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা-
“নবী-অলীর শরনাপন্ন হলে আল্লার পথের দিশা মিলবে’’।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় পবিত্র আশুরা ও আহলে বাইতে রসূল স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল’র ১ম দিবস আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন’র সভাপতিত্ব ৮ই মুহররম ৭ আগস্ট বা’দে মাগরিব হতে এশা পর্যন্ত চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়য়্যবিয়া যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন- বৎসরান্তে ফিরে এসেছে নতুন হিজরী নববর্ষের (১৪৪৪ হি.) মুহররম মাস। এ মাসেই ১০ মুহাররম সংঘটিত হয়েছে বিশ্বের নিষ্ঠুর এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা। ইরাকের কারবালা প্রান্তরে সপরিবারে শহীদ হন জান্নাতের যুবকদের সর্দার তাজেদারে মদীনা, সরওয়ারে কায়েনাত, হুযূর পুরনূর সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম’র অতি আদরের প্রিয়তম দৌহিত্র্য ইমামে আলী মাকাম সৈয়্যদুনা হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুম।

আল্লাহ্ জাল্লাশানুহুর মনোনীত প্রিয় নবীর প্রচারিত ধর্ম ইসলাম’র নীতি-আদর্শ ও মুল্যবোধকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে চির অম্লান রাখার জন্য ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু নিশ্চিত শাহাদত বরণের কথা জেনেও আল্লাহ্-রসূলের নির্দেশিত পথ ও মতের সঠিক রূপরেখা উন্নত রাখার মানসে সত্যের মুখোমুখি হতে ইতস্ততঃ করেননি। বিনম্র শ্রদ্ধায় আমরা তাঁর নিকট চির ঋণী, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই, তার ক্ষয় নাই। মহৎ আত্মদানে তিনি যেমন মহিমান্বিত হয়েছেন তেমনি আমরাও গৌরবান্বিত হয়েছি তাঁর কারণে। পবিত্র শোহাদায়ে কারবালার স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ইমাম হোসাইনের দেখানো পথে আমরা যদি অভিযাত্রী হই, তাহলেই আমাদের হারানো গৌরব ফিরে পাব। আল্লাহ্ ও রসূলের রেজামন্দি হাসিল হবে। “নবী-অলীর শরনাপন্ন হলে আল্লাহর পথের দিশা মিলবে’’।

হে আল্লাহ্ আমাদের ক্ষমা করুন। হে ইমামে আলী মাকাম আমাদের ক্ষমা করুন, আগামী পথচলার সাহস দিন। অতীতের গ্লানি থেকে মুক্তি লাভ করে আমরা যেন নতুন পৃথিবী গড়তে পারি এ প্রার্থনা রইলো আল্লাহর নিকট। আল্লাহ্ আমাদের ইমামে আলী মাকামের প্রদর্শিত পথে অটল থাকার তাওফিক দিন। আমীন।

এতে স্বাগত বক্তব্য রাখেন-আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আলোচনায় অংশ নেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী ও ঢাকা শাহজাহানপুরস্থ গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দল মোস্তফা রাহিম আল-আযহারী।

এতে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী শামসুর রহমান, আনজুমান সদস্য মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরউদ্দিন সবুর,মোহাম্মদ হোসেন খোকন, ওরস সাব-কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, গাউসিয়া কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ,চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলার কর্মকর্তা-সদস্যবৃন্দ। মাহফিল শেষে সালাতুস্ সালাম, মোনাজাত ও তাবাররুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে আজ ৮ আগস্ট অনুষ্ঠিতব্য শোহাদায়ে কারবালা মাহফিল’র ২য় দিবসে তকরির করবেন-জামেয়ার শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুহাদ্দিস হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল ক্বাদেরী ও মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী।

শেয়ার
  •  
  •  
  •  
  •