গাউসিয়া কমিটি বাংলাদেশ আকবরশাহ্ থানার কমিটি গঠনকল্পে এক সভা ৬ সেপ্টেম্বর আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব তছকির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়র মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আবু নাছের রনি, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক, সদস্য মুহাম্মদ দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন মুহাম্মদ আইয়ুব, আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ ফেরদৌস মিয়া, মুহাম্মদ আলাউদ্দিন খান, হাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ মফিজুর রহমান, নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল হালিম, কে.এম. নুরউদ্দিন চৌধুরী, নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ সাহাবউদ্দিন, কাজী রবিউল হোসেন রানা, কামাল আহমদ মজু, মাসুদ মিয়া, মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, ফজলুল হক ফারুক, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ কাইয়ুম, মুহাম্মদ ফারহাদ ফারাবী, জসীম উদ্দীন সওদাগর, হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দীন।
সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটি নিম্নরূপ- আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ফেরদৌস মিয়া, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, সদস্য মুহাম্মদ কে.এম. নুরুদ্দীন চৌধুরী, মুহাম্মদ জসীম উদ্দীন, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ শরফ উদ্দীন জীবন, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ জুলফিকার আলী, মুহাম্মদ কাউসার উদ্দিন সিদ্দিকী, ডা. জসীম উদ্দীন, মুহাম্মদ জসীম উদ্দীন সওদাগর, মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ তৌহিদ আজম সাজ্জাদ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে মুনাজাত করা হয়।