আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনজুমান ট্রাস্ট’র জুলুছ মিডিয়া ডেক্স উপ-কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন
আ’লে রসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ১৯৭৪ ইং সনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দরূদ) এর জশনে জুলুছ প্রবতর্নের এ দিবসকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত আগামী ১২ই রবিউল আউয়াল চট্টগ্রামে ও ৯ই রবিউল আউয়াল ঢাকায় ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দরূদ)-২০২২ ইং সফল করতে জুলুছ মিডিয়া ডেক্স উপ-কমিটির প্রস্তুতি সভা গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮-৩০ মিনিটে পিএচইপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান’র সভাপতিত্বে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ পিএইচপি হাউজে মিডিয়া উপ-কমিটির আহবায়ক ও আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন সোহেল’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন – আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), মহাসচিব মুহাম্মদ শাহাজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্ট’র সদস্য তছকির আহমদ, আশেক রসূল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকন।
সভায় বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন যথাক্রমে- ছাবের আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, এম. এ. লতিফ সরকার, আহসান হাবীব চৌধুরী হাসান, মাওলানা মুহাম্মদ দস্তগীর আলম, এরশাদ খতিবী, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ ইমরুল কায়েস, মুহাম্মদ আশিকুর রহমান, মুহাম্মদ রেজাউল হক মুরাদ, মুহাম্মদ আরিফুর রহমান, মুহাম্মদ আবু নাসের রনি, মওলান মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ মাহমুদুল হক, মুহাম্মদ মঈনুল ইসলাম টিপু, মুহাম্মদ হামিদ প্রমুখ।
সভাপতি আলহাজ্ব সুফি মিজানুর রহমান বলেন, গাউছে জামান হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ১৩৯৫ হিজরিতে (১৯৭৪ খ্রীঃ) প্রিয় নবী (দরূদ)’র শুভাগমন দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরূদ) উপলক্ষে জশনে জুলুছ প্রবর্তন করে বাংলার মুসলমানদের ঐক্যবদ্ধ করতে যে মহান উদ্যোগ নিয়েছিলেন, তাই আজ সারা দুনিয়ায় অনুঃসৃত হচ্ছে।
আজ থেকে ৫০ (পঞ্চাশ) বছর আগে এ মহান ঐতিহাসিক জশনে জুলুছে অংশগ্রহণের স্মৃতি বর্ণনা করে আওলাদে রাসুলের (দরূদ) নেতৃত্বে এ বছরের সুবর্ণ জয়ন্তী জুলুছ প্রদক্ষিণের রাস্তা সম্প্রসারিত করে জুলুছকে প্রাণবন্ত করার জন্য তিনি সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহবান জানান।