জামেয়ায় ফাযিল অনার্স ২য়,৩য় ও ৪র্থ বর্ষ সবক প্রদান ও দোয়া মাহফিল

0

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ফাযিল অনার্স ২য়,৩য় ও ৪র্থ বর্ষ
সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা’র অধিভূক্ত ফাযিল অনার্স ২য়,৩য় ও ৪র্থ বর্ষ আল-কুরআন এ- ইসলামিক স্টাডিজ ও আল-হাদীস এ- ইসলামিক স্টাডিজ বিভাগের সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৩ জানুয়ারী বুধবার চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআনুল কারিম ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সবক প্রদান করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।

প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী। সবক প্রদান শেষে অধ্যক্ষ মহোদয় বলেন, ইসলামি তাহযিব, তামাদ্দুন ও আহলে সুন্নাত ওয়াত জামাতের আক্বিদা প্রচার প্রসারে আওলাদে রাসুল, কুতবুল আকতাব হাফেয ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র মাদরাসা জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে। আল-কুরআন এ- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী’র সঞ্চালনায় সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হাদীস এ- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, আল-কুরআন এ- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ রবিউল আলম ও আল-হাদীস এ- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ আযহারী প্রমুখ। পরিশেষে দু‘আ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •