জনাব,
আসসালামুআলাইকুম।
আমারা প্রতি বছর আমাদের বড় দাদার ( মাইজভান্ডার শরীফের গা্উসুল আজম হযরত মওলানা আহমদ উল্লাহ মাইজভান্ডারী রহ: এর ২০ তম খলিফা হযরত মওলানা মহব্বত আলী রহ:) ওরস/ ইছালে ছাওয়াব মাহফিল/ফােতেহা খানি করে থাকি (যাতে শুধু খতমে কোরান , মিলাদ মাহফিল এবং কিছু খাবার তৈরী করে এলাকার সাধারণের ঘরে ঘরে / এতিমখানা ও হেফজখানায় পৌছে দিই ) । এই বছর আমার এক বড় ভাই আমাকে বললো তুমি শুধু ওরস শব্দ ব্যাবহার করবে, ইছালে ছাওয়াব বলবেনা কারণ ওলি আল্লাহদের ইছালে ছাওয়াব হয়না, তাদের ওরস হয়। তারা আমাদের কাছে দোয়া বা অন্য কিছুর মুহতাজ নয় সুতরাং ইছালে ছাওয়াব বলা যাবেনা, ওরস বলতে হবে। আমি একটু অবাক হলাম কারন আমি ড: তাহের আল কাদেরী ম. জি. আ. একটা পুস্তিকা পড়েছি যাতে ইছালে ছাওয়াব এর বিষদ বর্ণনা রয়েছে এবং এ রকম কোনো পার্থক্য পাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ্ওরশ ও ইছালে ছাওয়াবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? থাকলে বিষদ জানতে ছাই।এবং ওলীয়ে কেরাম আমাদের মুহতাজ না তাই তাদের জন্য ইছালে ছাওয়াব শব্দ হবেনা এটা কোন ধরনের কথা ? দয়া করে ওরশ ও ইছালে ছাওয়াব,ফাতেহাখনি উভয়ের বিস্তারিত ব্যাখা করে বাধিত করবেন্ ।
মুহাম্মদ সরোয়ার উদ্দিন
ফটিকছড়ি, চট্টগ্রাম।
প্রথম পাতা ওরস শরিফ ও ইছালে ছাওয়াব মাহফিল এর মধ্যে পার্থক্য কি?