প্রশ্ন করেছেন মুহাম্মদ শওকত আলী –
সুপার, মদিনাতুল আউলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম।
প্রশ্ন: নামাযের আমার খেয়াল বিভিন্ন দিকে ছুটে যায়। এতে মনোনিবেশ রক্ষা কিভাবে হবে অথবা নামায নষ্ট হবে কিনা?
উত্তর: নামাযের অবস্থা হলো আল্লাহ্ তা‘আলার সাথে বান্দার বিশেষ সাক্ষাতের মুহূর্ত। যে অবস্থায় বান্দা মূলত: আল্লাহ্ তা‘আলার সামনে উপস্থিত হন তাই বিভিন্ন বর্ণনায় নামাযকে মুমিনের মি’রাজ বলা হয়েছে। সুতরাং ঐ মুহূর্তে নামাযীর অন্তরে আল্লাহর ভয় ও স্মরণ থাকতে হবে। নামাযে আমাদের ধ্যান, খেয়াল ও ভাবনা ইত্যাদি অন্যদিক থেকে সরিয়ে একমাত্র আল্লাহ-রাসূলের দিকে করে নিতে হবে। ঐ নামাযকে বলা হয় মি’রাজুল মুমিনীন। নামাযে অনিচ্ছায় কোন ভিন্ন ভাবনা আসলে তা অবশ্যই পরিহার করার চেষ্টা করবে। নামাযের শুরুতে ইস্তিগফার, দো’আ-দরূদ ও তাওবা পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তারপরেও নামাযে অন্যকিছুর ভাবনা-চিন্তা চলে আসলে নামায ফাসেদ/নষ্ট হবে না। অজু করার সময় মুসল্লী শরীরের অঙ্গগুলোকে যথার্থ উত্তমরূপে ধৌত ও মাসেহ করবে। পাশাপাশি কলব তথা অন্তরকেও বিভিন্ন বস্তুর খেয়াল থেকে সরিয়ে একমাত্র আল্লাহর ধ্যানে মনোনিবেশ করবে। নামাযের মধ্যে নানা খেয়াল ও দুশ্চিন্তা আসলে নামায নষ্ট হয় না। তবে নামাযের অধিক বরকত ও অশেষ সাওয়াব থেকে বঞ্চিত হয়। [সহীহ বুখারী ও মেশকাত: নামায অধ্যায় ইত্যাদি]