আল্লাহর অলী বা মুমিন বান্দাগণ ইন্তেকালের পর কি মাটির সাথে মিশে যায়?

0

প্রশ্ন করেছেন মুহাম্মদ আসমত উল্লাহ্ চৌধুরী-
ফটিকছড়ি, চট্টগ্রাম।
প্রশ্ন: আল্লাহর অলীর বা মুমিন বান্দাগণ ইন্তেকালের পর কি মাটির সাথে মিশে যায়? এটা সত্য কিনা, শরীয়তের আলোকে জানালে উপকৃত হবো।

উত্তর: আল্লাহর অলি/প্রিয় বান্দাগণ বা মুমিন বান্দাগণের ইন্তেকাল হলে দাফনের পর মাটির সাথে মিশে যায় বা কোন অস্তিত্ব থাকে না- এমন কথার কোন ভিত্তি নেই। যা ইসলামী শরীয়ত ও ক্বোরআন-সুন্নাহ্ বিরোধী। বরং যে কোন মুসলমান যখন ইন্তেকাল করে এবং তাকে দাফন করার পর তাঁরা অপর মুসলমানের আওয়াজ এমনকি পায়ের জুতার শব্দ শুনতে পান এবং মৃত ব্যক্তিকে সালাম দিলে সেই সালামের জওয়াব ও প্রদান করেন। তাছাড়া চিনতেও পারেন। যেমন হাদীসে পাকে রয়েছে-عن ابن عباس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من اَحَدٍ يَمَرُّ بِقَبرِ اَخِيْهِ المؤمنِ كان يَعْرِفُهُ فَسَلَّمَ عَليْهِ اِلّا عَرَّفهُ ورَدَّ عليه السلام-অর্থাৎ- রঈসুল মুফাস্সেরীন হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ‘যে কোন ব্যক্তি তার মুমিন ভাইয়ের কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করলে সে তাকে চিনতে পারে। সে সালাম করলে তাকে সে চিনে এবং সালামের উত্তরও দেয়। [নাসায়ী শরীফ]

অপর হাদীসে পাকে রয়েছে-
عن ابى هُريرة رضى الله عنه قال اذَا مَرَّ الرَّجُلُ بقبرٍ يَعْرِفُهُ فَسَلَّمَ عليهِ رَدَّ عليه السلام وعرفَهُ واِذامَرَّ بقَبْرِ لا يَعْرفُهُ فَسَلَّمَ عليه رَدَّ عليه السلام- (رواه البيهقى) অর্থাৎ- প্রখ্যাত জলীলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ কারো কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করলে পরিচিত মৃত ব্যক্তিকে যদি সালাম দেয় কবরবাসী সালামের জবাব দেয় এবং তাকে চেনে, অপরিচিত কবরবাসীকে সালাম দিলে মৃত ব্যক্তি তার সালামেরও জবাব দেয়। [বায়হাকী, শুয়াবুল ঈমান: ১১/৪৭৩, হাদীস নং ৮৮৫৭] সহীহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে-اِنَّ الميت اذا وُضِعَ فىِ قبرِه انهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهم اذا انصرفوا- (مسلم شريف)
অর্থাৎ- মানুষ যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন করে চলে যায় মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ/শব্দ শুনতে পায়। [মুসলিম শরীফ: হাদীস নং ৫১১৬] উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল প্রিয়নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে কোন মানুষ তার ভাইয়ের কবর জিয়ারত করে, তার পাশে বসে সে কবরস্থান ত্যাগ করা পর্যন্ত মৃত ব্যক্তি শান্তি পায়। [বায়হাকী শরীফ ও ওয়াফাউল ওয়াফা কৃত: ইমাম সামহুদী রাহ.] তাছাড়া তাবরানী শরীফে রয়েছে-
عن ابى هيريرة رضى الله عنه ان النبى صلى الله عليه وسلم صلى على مُصعَبِ بن عمير حين رَجَعَ مِنْ اُحُدٍ فَوَقَفَ عليه وعلى أصحابه فقال اَشْهَدُ اَنَّكُمْ أخْياءُ عِندَ اللهِ تُررْقُوْنَ فرودُّوهُمْ وصلُّوا عليهم وفوالذى نَفْسُ مُحَمَّد بِيَدِهِ لايُسلّم عليهم الا ردّوا عليه الى يوم القيامة-অর্থাৎ- প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, প্রিয়নবী রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম উহুদ থেকে ফিরে আসার সময় (ওহুদ যুদ্ধে শাহাদত প্রাপ্ত) হযরত মুসআব বিন ওমাইর রাদ্বিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীদের কবরের পাশে দাঁড়ালেন। তিনি (রাসূল দ.) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তোমরা অবশ্যই আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে জীবিত। তোমরা রিযিক পাচ্ছ! (তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন) তোমরা তাদের সালাম করলে তাঁরা সালামের জবাব দেন। অতঃপর বলেন, যার কুদরতের হাতে আমার প্রাণ তাঁর শপথ করে বলছি তাদেরকে সালাম দেয়া হলে তাঁরা সালামের জবাব দেবেন কিয়ামত পর্যন্ত। [তাবরানী, আল্ মুজামুল আওসাত: ৮ম খন্ড, পৃষ্ঠা ৩৯৩, হাদীস নং ৩৮৪২]

উপরোল্লেখিত হাদীস শরীফ সমূহ হতে এটাই প্রতীয়মান হলো যে, আল্লাহর প্রিয় বান্দাগণ এবং মুমিন নর-নারী ইন্তেকালের পর কবরে মাটিতে মিশে যান না ধ্বংস হন না বরং আল্লাহ্ প্রদত্ত বিশেষ মর্যাদায় সব কিছু দেখতে, শুনতে পান এমনকি তাদের নিকট মহান আল্লাহ্ তা‘আলার পক্ষ হতে রিযিকও পৌঁছে। নবী-রাসূল ও শহীদগণ ইন্তেকালের পরেও কবর জগতে জিন্দা আল্লাহ্ প্রদত্ত বিশেষ ক্ষমতা ও মর্যাদা বলে যেমন ইচ্ছা তা করতে পারে তা ক্বোরআন ও অসংখ্য হাদীস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। এ প্রমাণিত সত্যকে যারা অস্বীকার ও অবজ্ঞা করবে তারা প্রকৃত আলেম/মাওলানা হতে পারে? কখনো না বরং তারা ইসলামী শরীয়তের পরিভাষায় মস্তবড় জালিম। [তাবরানী আল্ মুজামুল আওসাত: ৮ম খন্ড, পৃষ্ঠা ৩৯৩, বায়হাকী শুয়াবুল ঈমান, মেশকাত শরীফ ও সহীহ মুসলিম শরীফ]

শেয়ার
  •  
  •  
  •  
  •