জামেয়ার প্রবীণ খাদেম আলহাজ মোহাম্মদ সানাউল্ল্যাহ (সোনা মিয়া)’র ইন্তিকালে জামেয়ার শোক প্রকাশ

0
জামেয়ার প্রবীণ খাদেম আলহাজ মোহাম্মদ সানাউল্ল্যাহ (সোনা মিয়া)’র
ইন্তিকালে জামেয়ার শোক প্রকাশ-
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রবীণ খাদেম আলহাজ¦ মোহাম্মদ সানাউল্ল্যাহ (সোনা মিয়া) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৩.০০ ঘটিকায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। প্রবীণ এ খাদেমের মৃত্যুতে মাদরাসার পরিচালনা পর্ষদ, শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ¦ মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ সিরাজুল হক, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ সামশুদ্দিন, এ্যাসিসটেন্ট সেক্রেটারী আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দীন সাকের, প্রেস এ- পাবলিকেশনস সেক্রেটারী আলহাজ¦ কাজী মোহাম্মদ শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ¦ প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ, মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, ফকিহ আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনছারী, মুফাচ্ছির আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছালেকুর রহমান,মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে, স্ত্রী এবং ৪ ভাইসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তিনি হুজুর ক্বিবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এবং আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ.)’র একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি তাঁর বর্ণাঢ্য জীবনে দীর্ঘ ৫৫ বছর নেহায়েত আন্তরিকতা ও ইখলাসের সহিত জামেয়ার খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। তার এ খেদমতের কথা স্মরণ করে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। একই দিন বাদ এশা ঐতিহ্যবাহী জামেয়া ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নাজিরপাড়া দামুয়া পুকুর পাড়স্থ কবরস্থানে তাকে দাফন করা হবে।
শেয়ার
  •  
  •  
  •  
  •