জামেয়া অডিটোরিয়ামে গাউসিয়া কমিটির ফ্রী চিকিৎসা সেবা

0
গাউসে জামান তৈয়্যব শাহ (রহ.) বক্তারা গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন বলেই
মহামারি করোনাকালে দেশের মানুষ লাশ কাফন-দাফনসহ সামগ্রিক মানবিক সেবা পাচ্ছে
-জামেয়া অডিটোরিয়ামে গাউসিয়া কমিটির ফ্রী চিকিৎসা সেবায় বক্তারা
হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, জ্ঞান-বিজ্ঞানের সত্তরোর্ধ বিষয়ে দেড় সসহস্রাধিক গ্রন্থপ্রণেতা ইমাম আহমদ রেজা খা বেরলভি (রহ.)’র ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী ট্রিটমেন্ট ক্যাম্প ও স্মারক আলোচনা গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার ব্যবস্থাপনায় ৩ অক্টোবর চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন যথাক্রমে আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্ভোদন করেন-চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব ডা. মুহাম্মদ শফিউল আলম এবং মুনাজাত পরিচালনা করেন- জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লমা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন – গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আলহাজ মীর মুহাম্মদ সেকান্দর মিয়া, সদস্য সচিব আলহাজ সাদেক হোসেন পাপ্পু, উত্তর জেলা কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, ঢা. শেখ সাফকাত আজম, ডা. শেখ সানজানা আজম, ডা. মো: সায়েম, মাকসুদুর রহমান, সাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় ও গাউসিয়া কমিটির ফ্রী চিকিৎসা সেবা কর্মসূচির প্রধান মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – পাচঁলাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল। আলোচনায় অংশ নেন -আর,ইউ, চৌধুরী শাহীন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সর্দার, আলহাজ্ব মুহাম্মদ এমদাদ মিয়া, আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, মোমেনুর রহমান দায়েমী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা হামেদ রেযা নঈমী, মুহাম্মদ আরিফুর রহমান খতিবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাউসে জামান তৈয়্যব শাহ (রহ.) গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন বলেই  মহামারি করোনাকালে দেশের মানুষ  লাশ কাফন-দাফন সহ সামগ্রিক মানবিক সেবা পাচ্ছে। সকাল থেকে এক হাজারেরও বেশি  রোগীকে টিটম্যান্ট ও ফ্রী ওষুধ বিতরণ করা হয়।
শেয়ার
  •  
  •  
  •  
  •