২৬ নভেম্বর ফাতেহা-ই-ইয়াজদহম

0

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায়
আলমগীর খানকাহ্ শরীফে পবিত্র গেয়ারবী শরীফ ও
পীরানে পীর দস্তগীর হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন
সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রঃ)’র ফাতেহা-ই-ইয়াজদহম

আগামী ১০ রবিউস সানী ১৪৪২ হিজরি, ২৬ নভেম্বর-২০ইং বৃহষ্পতিবার, চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকা-একাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় বাদ মাগরিব হতে এশা পর্যন্ত পবিত্র গেয়ারবী শরীফ, পীরানে পীর দস্তগীর হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রঃ)’র পবিত্র ফাতেহা-ই ইয়াজদহম এবং হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রঃ)’র মা ছাহেবান’র ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপিত হবে।

উক্ত পবিত্র অনুষ্ঠানে সিলসিলাহ্’র ভাই-বোন,আশেকানবৃন্দ শরীক হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত ও দো-জাহানের কামিয়াবী হাছিল করুন।
বিঃ দ্র ঃ অনুষ্ঠানে প্রত্যেকে অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন।

সালামান্তে,
আলহাজ্ব মোহাম্মদ মহসিন আলহাজ -সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

মোহাম্মদ আনোয়ার হোসেন- সেক্রেটারী জেনারেল
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম।

শেয়ার
  •  
  •  
  •  
  •