চন্দনাইশস্থ খানকাহ্-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন

0
চন্দনাইশস্থ খানকাহ্-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স
এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফতেনগর সিকদার বাড়ি শাখা কতৃক বাস্তবায়নাধীন খানকাহ্-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান এক আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঐতিহ্যবাহী দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম-মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, জেলা পরিষদ সদস্য এবং চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল,  সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবদুল গফুর খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, চন্দনাইশ পৌরসভা সভাপতি আলহাজ্ব মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
পাঁচতলা বিশিষ্ট উক্ত খানকাহ্ কমপ্লেক্স এ খানকাহ্ শরীফ, অডিটোরিয়াম হল, সাইক্লোন শেল্টার, পর্যাপ্ত সুযোগসুবিধা সংবলিত লাইব্রেরী, রিসার্চ সেন্টার ও কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেনগর সিকদার বাড়ি শাখার স্থায়ী কার্যালয় ও হুজুরা শরীফের ব্যবস্থা থাকবে। প্রধান অতিথি তার ব্যক্তব্যে খানকাহ্ কমপ্লেক্স বাস্তবায়নে সবাইকে সর্বাত্মক সহযোগীতা করার উদাত্ত আহবান জানান।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেনগর সিকদার বাড়ি শাখার প্রাধান উপদেষ্ঠা মাওলানা মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে, জোয়ারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উদ্দীন তৈয়্যবি, মাওলানা মেশকাতুল ইসলাম মুজাহেদি, মাওলানা আহমদ হোসেন জিহাদী, মাওলানা নুরুল ইসলাম আলকাদেরি, আলমগীর বঈদী, ইলিয়াস কাঞ্চন, ফারুকুল আলম চৌধুরী, সরোয়ার উদ্দীন, আবু সৈয়দ, শাহনেওয়াজ চৌধুরী শুভ, আবুল মনসুর, ফোরখ আহমদ, আসহাব উদ্দীন চৌধুরী, ইউপি সদস্য আলাউদ্দীন খালেদ, আহসান ইউসুফ, মাহমুদুর রহমান, আনোয়ারুল আহসান, মাহমুদুন্নবী কায়সার, মোজাহেরুল হক, আনিসুর রহমান, মাওলানা রাশেদুল ইসলাম, মাঈনুদ্দীন আজাদ, জুনায়েদ উদ্দীন, মাহমুদুল হাসান, নবীদুর রহমান প্রমুখ।
শেয়ার
  •  
  •  
  •  
  •