রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, হযরতুল আল্লামা ক্বারী ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলাইহের অগণিত মুরীদান ও ভক্ত অনুরক্তদের মাঝে যারা চিরবিদায় নিয়ে গেছেন তাঁদের মধ্যে একটি উজ্জলতম নাম হচ্ছে আলহাজ্ব মরহুম নূর মোহাম্মদ সওদাগর আল-কাদেরী।
১৯১৭ সালের বাকলিয়ার ১৯ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর আল-কাদেরী। তিনি চট্টগ্রামের হৃদস্পন্দন বলে কথিত খাতুগঞ্জের একজন লব্দ-প্রতিষ্ঠ ব্যবসায়ী ছিলেন সদা হাস্যময়, উদার অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। নগরীর বহু জনহিতকর কর্মের সাথে আজীবন সম্পৃক্ত আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ- এর নির্বাহী কমিটির সদস্য, তৎকালীন পূর্ব পাকিস্তানের সয়াবীন তৈল ও তৈলবীজ আমদানীকারক সমিতির কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম পোর্ট ট্রাষ্টের সদস্য এবং জমিয়তুল ফালাহ কমপ্লেক্সের নির্বাচিত গভর্ণর ছিলেন।
৫০-এর দশকের প্রথম ভাগে এ বর্ণাঢ্য কর্মবীর রাহনূমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা হাফেজ ক্বারী ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলাইহের সংস্পর্শে আসেন এবং তাঁর মোবারক হাতে বাইআত গ্রহণ করেন। কঠোর রিয়াজত একাগ্রতা এবং মুর্শিদে বরহকের প্রতি গভীরতম ভালবাসার দ্বারা তিনি অতিক্রম করেন ফানা ফিস শায়ক এর মর্থবাপূর্ণ দরওয়াজ। কথায়-বার্তায়, আচার-আচরণে, ব্যবসা-বাণিজ্যে, ইবাদত রিয়াজতে আরহাজ্ব নূর মোহাম্মদ আল-কাদেরী (রঃ) ছিলেন সুন্নতের একজন পূর্ণ পায়বন্দকারী।
বাস্তব জীবনেও তিনি নিজের মুর্শিদের চরণে “নিজের আমিত্বকেঃ পরিপূর্ণভাবে বিসর্জন দিতে সক্ষম হয়েছিলেন। পীরের সন্তুষ্টি অর্জনই ছিল তার সমস্ত কাজ-কর্ম সাধনা রিয়াজতের মূল লক্ষ্য। তার বাসভবন প্রতিষ্ঠিত আছে খানকায়ে কাদেরীয়া ছৈয়দিয়া তৈয়বিয়াঃ।
মরহুম আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর আল-কাদেরী (রঃ) ১৯৫৪ সনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন হতেই এর খেদমতে ছিলেন আত্ম নিবেদিত। ১৯৭৬ সালে আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর ছিরিকোট দরবারে কাদেরিয়া আলিয়া হতে আর-কাদেরী উপাধিতে ভূষিত হন। এ সময় গাউছে যামান রাহনূমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহে আলাইহে কর্র্তৃক তিনি ছিলছিলায়ে কাদেরিয়ার খেলাফতের শিরোভূষণ লাভ করেন। একই সময়ে ১২ই রবিউল আউয়াল শরীফে জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালনোপক্ষে সর্বপ্রথম জুলুছ বের করার কঠিন দায়িত্ব তাঁর উপর অর্পিত হয়। তিনি নিষ্ঠা এবং সফলতার সাথে এ দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৮ সনের মহরম মাসে(১৯শে মহরম) এ মহান ব্যক্তিত্ব এ নশ্বর দুনিয়া হতে চির বিদায় গ্রহণ করেন।