কুতুব উল আউলিয়া মুর্শিদে বরহক হযরতুল আল্লামা আলহাজ্ব ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি কদ্দ ছিররুহুল আজিজ এর মুরিদানদের মধ্যে বিশিষ্ট উজ্জ্বল্যের অধিকারী ব্যক্তিত্ব মরহুম আবদুল জলিল চৌধুরী ১৯০৪ খৃষ্টাব্দে শিকলবাহা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি তাঁর ব্যবসায়ী পিতার সাথে রেংগুন গমন করেন এবং সেখানেই মুর্শিদে বরহক আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলইহের সান্নিধ্যে আসার সৌভাগ্য অর্জন করেন। ৪০-এর দশকে তিনি মুর্শিদে বরহকের পবিত্র হাতে বায়আত গ্রহণ করেন এবং তরিক্বত ও ছিলছিলার খেদমতে আত্মনিয়োগ করেন।
মরহুম আব্দুল জলিল চৌধুরী প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠা লগ্ন হতেই এর খেদমতে আত্মনিবেদিত হন। জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রথম সীমানা প্রাচীর নির্মাণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।
৫০-এর দশকের শেষ ভাগে তিনি কুতুব-উল-আউলিয়া হযরতুল আল্লামা আলহাজ্ব ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলাইহের মেহমানদারী করার বিরল সৌভাগ্য অর্জন করেন। এ সময় তার তৎকালীন পাকিস্তান প্রেস সংলগ্ন বাসভবনে মুর্শিদ কেবলার অস্থায়ী খানকায়ে স্থাপিত হয়। ১৯৮৯ সালের পহেলা এপ্রিল তিনি ওফাত প্রাপ্ত হন।