আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী

0

সর্বজন পরিচিত আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী ছিলেন আজীবন একজন দ্বীনি শিক্ষানুরাগী। দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এ মহৎপ্রাণ ব্যক্তিত্বের নাম ওতপ্রোতভাবে জরিয়ে আছে। কর্মক্ষম জীবনের সিংহ ভাগ ব্যয় করেছেন রাউজান থানার নিজ গ্রামে গহিরা সিনিয়র মাদ্রাসার সাধারণ সম্পাদক রূপে।
৫০-এর দশকের শেষভাগে তিনি কুতুব-উল-আউলিয়া হযরতুল আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহে আলাইহের মোবারক হাতে বায়আত গ্রহণ করেন এবং ছিলছিলার খেদমতে আত্মনিবেদিত হন।
দেওয়ান বাজারে তাঁরই প্রতিষ্ঠিত দিদার মার্কেটে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া‘র প্রধান কার্যালয়, বিখ্যাত দ্বীনি প্রকাশনা “মাসিক তারজুমান”- এর কার্যালয় স্থাপিত হয়। তিনি আজীবন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন সক্রিয় আরাকিন ছিলেন।
১৯৯২ সনের ৯ই সেপ্টেম্বর মোতাবেক ১২ই রবিউল আউয়াল শরীফে তার ওফাত হয়। এবং জমনে জুলুছে ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উপলক্ষে সমবেত লক্ষ লক্ষ আশেকে রাসুল (সঃ) অংশ গ্রহণে আওলাদে রাসুল (সঃ) মুর্শিদে বরহক আল্লামা আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ তাহের শাহ মদ্দাজিল্লুহুল আলীর ইমামতিতে তাঁর নামাযে জানাজা জামেয়া আহমদিয়া সুন্নিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শেয়ার
  •  
  •  
  •  
  •