মৃত্যু- ০৮ নভেম্বর ২০০৪ ইংরেজী সোমবার রাত ১১:২০ মি
মহাকালের অনন্ত প্রবাহে মানুষ পায় সীমাবদ্ধ এক জীবন যেখানে জীবন হলো অনন্ত ঘুমের মধ্যে ক্ষণিকের জন্য চোখ মেলে তাকানো। মানুষের কল্যাণমুখী কর্ম তাকে অমর করে রাখে মানুষের মাঝে যুগ যুগ ধরে। মরহুম আলহাজ্ব নজির আহমদ সওদাগর তেমনি একজন অমর ব্যক্তিত্ব যিনি মৃত্যুর পরও তাঁর কর্মে বেচে আছেন মানুষের মাঝে। তিনি ১৯১৯ সালের কোন এক সময়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন তালুয়া চানপুর এর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ষ্টেশন রোডস্থ ওয়াজের আলী সওদাগর এন্ড ব্রাদার্স এর সহযোগী প্রতিষ্ঠাতা হিসাবে ব্যবসায়িক জীবনের সূচনা করেন। এরই ধারাবাহিকতায় খাতুনগঞ্জস্থ আমদানী ও রপ্তানী প্রতিষ্ঠান নজির আহমদ এন্ড সন্স প্রতিষ্ঠার মাধ্যমে খাতুনগঞ্জের সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেন।
১৯৫০ সালে তার অগ্রজ মরহুম আলহাজ্ব ওয়াজের আলী সওদাগরের পদ অনুসরণ করে আওলাদে রাসুল, রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত, মুর্শিদে বরহক্ব, হযরতুর আল্লামা, হাফেজ ক্বারী আলহাজ্ব সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটী (রাহমুতুল্লাহি আলাইহি) এর হাতে বাইয়াত গ্রহণ করেন। মরহুম আল্হাজ্ব নজির আহমদ সওদাগর আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সিনিয়র সদস্য হিসাবে আমরণ খেদমত করে গেছেন। তিনি আওলাদে রাসুল, রাহ্নুমায়ে শরীয়ত ও ত্বরীকত, মুর্শিদে বরহক্ব, হযরতুল আল্লামা, হাফেজ ক্বারী আরহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহমুতুল্লাহি আলাইহি) এর চট্টগ্রাম আগমনের সময় প্রায় সফরসঙ্গী হতেন। তিনি একাধিকবার হজব্রত পারন করেন। তিনি হুজুর সফরসঙ্গী হিসাবে ভারত, পাকিস্তান, বার্মা ভ্রমণ করেন। চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফর করেন। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কার্যকরী সদস্য আলহাজ্ব তৈয়বুর রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওয়াজের আলী রোড শাখার উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, মরহুম আলহাজ্ব মোহাম্মদ তাহের, আলহাজ্ব ছাবের আহমদ জাহাঙ্গীর, আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীন (বিটু), আলহাজ্ব আবুল মনছুর, আলহাজ্ব জাফর আহমদ উনার সুযোগ্য সন্তানগণ।
মরহুম আলহাজ্ব নজির আহমদ সওদাগর ৮ই নভেম্বর ২০০৪ ইংরেজী, সোমবার রাত ১১:২০ মিনিটে নিজ বাসভবনে এই পৃথিবী হতে চিরবিদায় গ্রহণ করেন। তার ১ম জানাজা লালদিঘী মাঠে এবং ২য় জানাজা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে জামেয়া সংলগ্ন পারিবারিক কবরস্থানে আলহাজ্ব ওয়াজের আলী সওদাগরের পামে চিরনিদ্রায় স্বায়ীত করা হয়।