শোক সংবাদ : আলহাজ্ব মুহাম্মদ আশরাফ আলী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম

0

আনজুমান ট্রাস্ট ঢাকা শাখার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আশরাফ আলীর ইন্তেকাল
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা শাখার সাবেক চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আশরাফ আলী গত ১১ অক্টোবর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা ১৩ অক্টোবর বাদ জুমা কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে মরহুমকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। উক্ত নামাজে জানাযায় কেন্দ্রীয় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র কেবিনেট নেতৃবৃন্দ, সসদ্যবৃন্দ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কর্মকর্তা,সদস্যবৃন্দ ও পীরভাইয়েরা অংশগ্রহণ করেন।
তাঁর ইন্তেকালে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবু মোহাম্মদ তবিবুল আলম, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন,জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব¡ মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ¦ এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব¡ মোহাম্মদ সিরাজুল হক,প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর আলহাজ¦ কাজী শামসুর রহমান,কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ‘র চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ,জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্¦ প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, আনজুমান ট্রাস্ট’র সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সম্পাদকমন্ডলীসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, জামেয়াসহ আননজুমান পরিচালনাধীন অন্যান্য মাদ্রাসার পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক মাওলানা মুহাম্মদ রেজাউল করিমের ইন্তেকাল
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান), আহলে সুন্নাত সম্মেলন সংস্থার প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম চট্টগ্রামস্থ একটি প্রাইভেট হাসপাতালে গত ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ৯টায় জামেয়া ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।
উল্লেখ্য তিনি ২০০০ সাল হতে জামেয়ায় শিক্ষকতার পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সাথে খিদমত আঞ্জাম দিয়েছেন। তিনি আওলাদে রাসূল হুজুর ক্বিবলা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র একনিষ্ঠ মুরীদ ছিলেন।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারীসহ জামেয়ার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দীন সবুর গভীর শোক প্রকাশ করেন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মাসিক তরজুমানের অন্যতম লেখক মাওলানা মুহাম্মদ রেজাউল করিমের ইনতিকালে গভীর শোক প্রকাশ করেছেন, তরজুমান পরিবারের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ম্যানেজার সৈয়দ মুহাম্মদ মনছুরুর রহমান, সহ সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার
  •  
  •  
  •  
  •