তিনি চট্টগ্রামের রাউজানস্থ ইয়াছিন নগরে ১৪ আগষ্ট ১৯৪১ সনে এক সম্ভ্রান্ত মুসলিম ও শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ নাজমুল হক ছিলেন সেই সময়কাল বৃটিশ সরকারের একজন প্রথম শ্রেণী ম্যাজিষ্ট্রেট ও আইনবিদ। তাঁর মা আমাতুন নূর ছিলেন একজন রক্ষণশীল গৃহণী। তিনি ছিলেন ছয় ভাই; দুই বোনের মধ্যে জৈষ্ঠ্যতম। পিতা যেহেতু সরকারী চাকুরীজীবি ছিলেন, সেহেতু তাঁর শিক্ষা গ্রহণ দেশের বিভিন্ন জেলাতে হয়। প্রাথমিক শিক্ষা নোয়াখালীতে, মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে, অবশেষে ১৯৫৮ সালে চট্টগ্রাম কলেজ হতে ইন্টারমেডিয়েট পাশ করেন। ইতিমধ্যে ১৯৫৭ সালে পিতা হাজ্ব ব্রত পালনকালে সৌদি আরবের মিনায় ইন্তিকাল করেন। ফলত: লেখা-পড়া তাঁর আর হয়ে উঠেনি। ছোট ভাই-বোনদের ও পরিবারের ব্যয় নির্বাহের জন্য তদানীন্তন শেল ওয়েল ইন্টারন্যাশনাল প্রাইভেট কোম্পানীতে চাকুরীতে যোগদান করেন। ১৯৬৭ সালে যুগশ্রেষ্ঠ অলি ও পঞ্চাদশ শতাব্দীর সংস্কারক আল্লামা সায়্যিদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)’র হাতে বায়’আত গ্রহণ করেন। ১৯৬৯ সাল হতে তাঁর খিদমতে আত্মনিয়োগ করেন। এ যাবৎ তাঁর ও তদীয় পুত্র আল্লামা সায়্যিদ মুহাম্মদ তাহির শাহ (মা.যি.আ.)’র খিদমত করে আসছেন তিনি। ২০০৪ সালে তিনি হাজ্ব পালন করেন। তিনি ২২ সেপ্টেম্বর ২০১১ ইং বৃহ:বার দিনগত রাত্রে ইন্তিকাল করেন। আল্লাহ তা’আলা তাঁকে উত্তম প্রতিদান দান করুক, আমীন।