আগামী ৫ নভেম্বর শুক্রবার হুজুর কেবলা’র ইমামতিতে নামাজে জুমা ঢাকা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হুজুর কেবলা আগামী ৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন এবং ৯ নভেম্বর ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আল্লাহ- রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জন ও হুজুর কেবলা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.)কে বিদায় সংবর্ধনা জ্ঞাপন, ঢাকায় অনুষ্ঠিতব্য নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য শুভকাঙ্ক্ষি ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানানো যাচ্ছে।
#