জশনে জুলুস উপলক্ষে আনজুমান ট্রাষ্ট’র প্রস্তুতি সভা সম্পন্ন

0
আসন্ন পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম উপলক্ষে
আনজুমান ট্রাষ্ট’র প্রস্তুতি সভা সম্পন্ন
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট’র উদ্যোগে আসন্ন ১২ই রবিউল আউয়াল চট্টগ্রামে ও ৯ই রবিউল আউয়াল ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ’২১ সফল করার লক্ষ্যে জুলুস সাব-কমিটির প্রস্তুতি সভা গত ৩০ সেপ্টেম্বর সন্ধা ৭টায় নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন’র সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন-আনজুমান ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, আলহাজ্ব এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ.ত.ম. লিয়াকত আলী, মাওলানা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মাওলানা আবু তাহের, মুহাম্মদ নূরুল আলম, আনজুমান ট্রাস্ট’র সদস্য মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ আবদুল হামিদ, তসকীর আহমেদ, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে-এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খাঁন, মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাষ্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, ছাবের আহমদ, মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ জয়নুল আবেদীন, আবুল মনছুর, খায়ের মোহাম্মদ, আর.ইউ. চৌধুরী শাহীন, মুহাম্মদ জামাল উদ্দিন সুরুজ, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ এরশাদ খতিবী, মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ লোকমান, মাওলানা ইমরান হাসান, নেজাবত আলী বাবুল, শেখ মুহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন- আসন্ন পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম জশনে জুলুস-’২১ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে বিধায় জশনে জুলুস সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জুলুস সাব-কমিটি গঠন এবং এর গুরুত্ব অপরিসীম। সভায় একটি শক্তিশালী জুলুস সাব-কমিটি গঠনের জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। হুজুর কেবলা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী নেয়ামত হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন, এ উপহারের মান-মর্যাদা আমরা অক্ষুণ্ন রাখবো ইনশ্আল্লাহ।
পরিশেষে, আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সভার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে তরিক্বতের নিয়মানুযায়ী সকলকে মিলে মিশে একসাথে কাজ করার আহবান জানান। এছাড়াও, আগামী ৭ অক্টোবর’২১ বৃহষ্পতিবার আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র অনুষ্ঠিতব্য যৌথ সভায় সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য তিনি আহবান জানান।

 

 

শেয়ার
  •  
  •  
  •  
  •