রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি

0

হাজ্বী মুহাম্মদ আবূ তাহের, হিরাপুর, নবীয়াবাদ, মুরাদনগর, কুমিল্লা –

প্রশ্নঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি না হলে আল্লাহ্ তাআলা আসমান-জমিন সৃষ্টি করতেন্ নাকোরআন ও হাদীসের আলোকে এ কথাটি আলোচনা করলে উপকৃত হবো। 

উত্তরঃ এটা হাদীসে কুদসী। যেখানে আল্লাহ্ পাক রব্বুল আলামীন স্বযং ঘোষণা দিয়েছেন-لَوْلَاکَ لمَا خَلَقْتُ الْاَفْلَاک অর্থাৎ হে হাবীব, আপনি যদি না হতেন তাহলে আমি আসমান সমূহের কিছুই সৃষ্টি করতাম না। এই হাদীস শরীফ তাফসীরে রূহুল বায়ান, ১ম খন্ড ২৮ পৃষ্ঠায় এবং শায়খ মুহাক্কিক্ব আবদুল হক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ‘মাদারিজুন্ নুবুওয়্যত’ কিতাবে সহীহ  হাদীস হিসেবে উল্লেখ করেছেন। অপর হাদীসে উল্লেখ আছে- لَوْلَاکَ لمَا اَظْھرتُ الرّبوبیّۃ “আপনি যদি না হতেন তাহলে আমার প্রভুত্বও প্রকাশ করতাম না।”

অপর বর্ণনায় হাদীসে কুদসীতে মহান আল্লাহ্ বলেন- হে হাবীব! আপনাকে সৃষ্টি না করলে আদম আলাইহিস্ সালাম’কেও সৃষ্টি করতাম না।

এ সমস্ত হাদীস বিস্তারিত বর্ণনা করেছেন- শারেহে সহীহ বুখারী ইমাম আহমদ কস্তুলানী স্বীয় কিতাব আল্ মাওয়াহেবুল লাদুনিয়ায়।

[মাওয়াহেবে লাদুনিয়া, ১ম খন্ড ও আন্ওয়ারে মুহাম্মদিয়া, কৃত: আল্লামা ইউসুফ নিবহানী রহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি]

শেয়ার
  •  
  •  
  •  
  •