কোরআনের আরবী লেখা বা কোন জিনিস পত্র মাটিতে পড়লে কি করতে হবে

0

মুহাম্মদ হাসান, ব্রীজঘাট, ফিরিঙ্গী বাজার, চট্টগ্রাম

প্রশ্নঃ হুজূর আমাদের এখানে শুনেছি, কোরআনের আরবী লেখা বা কোন জিনিস পত্র মাটিতে পড়লে যদি পায়ের সাথে লাগে তাহলে সেইগুলোকে কি সালাম করতে হবে। নাকি চুম্বন করতে হবে। সালাম ও চুম্বন কি একই। বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তরঃ যে কোন ভাষার বর্ণ দিয়ে লিখিত কাগজ, শুধু তা নয় সাদা কাগজও পায়ে মোড়ানো আদবের পরিপন্থী। আরবী যেহেতু কোরআনের ভাষা, বেহেশতবাসীদের ভাষা, সর্বোপরি আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃভাষা সেহেতু, এ ভাষার মর্যাদা অন্য সব ভাষার উপর অধিক। আর পবিত্র কোরআনের কোন ছেঁড়া কাগজ মাটিতে বা কোন অসম্মানজনক স্থানে পড়ে থাকলে দেখার সাথে সাথে তা পরিস্কার করে যথাযথ স্থানে সংরক্ষণ করা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব। পবিত্র কোরআনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কোরআনের ওই ছেঁড়া অংশ বা আল্লাহ্‌ ও রসূলের পবিত্র নামযুক্ত বিশেষ কাগজকে ভক্তিভরে চুমু খাওয়া বা কপালে মৎখৎগ্ধণ দোষের কিছু নয়। এটা কোরআন করীমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নামান্তর।

শেয়ার
  •  
  •  
  •  
  •