= অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর
মাতা সৈয়দা ছকিনা খাতুনের ইন্তেকালে শোক প্রকাশ =
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতিয়ে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুহাম্মদ অর্ছিয়র রহমানের মাতা সৈয়দা ছকিনা খাতুন (৯০) গতকাল ১৫ জানুয়ারি সোমবার দুপুর সোয়া ১ টায় বায়েজিদ কুলগাঁওস্থ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি চার ছেলে, আট মেয়ে, জামাতা, নাতিসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। মরহুমা সৈয়দা ছকিনা খাতুন মরহুম আলহাজ্ব সূফি মুহাম্মদ ইসহাকের সহধর্মিণী। গত ১৫ জানুয়ারি হযরত শাহ্সুফি খলিল শাহ্ (রহ.) এর মাজার প্রাঙ্গণে মরহুমার বড় ছেলে অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অর্ছিয়র রহমানের ইমামতিতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট সদস্য ও কর্মকর্তাবৃন্দ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গাউসিয়া কমিটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন, নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের হাজারো উলামা ছাত্রজনতা অংশগ্রহণ করেন।
জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর মায়ের ইন্তেকালে গভীর শোক ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হক ও আলহাজ্ব এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর দিদারুল ইসলাম, জামেয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা কাযী ছালেকুর রহমান, আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন, আল্লামা হাফেজ আনিসুজ্জামানসহ জামেয়ার শিক্ষকবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান, মাওলানা এম এ মতিন ও অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি সাধারণ সম্পাদক আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভি, সাধারণ সম্পাদক আ ন ম তৈয়ব আলী, আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।
শোক বার্তায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমা সৈয়দা ছকিনা খাতুনের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।