প্রশ্নঃ মুসলমানদের নামের পূর্বে ‘মুহাম্মদ যুক্ত করার কারণ ও প্রমাণ কি? সাহাবাদের নাম পড়তে আগে ‘মুহাম্মদ’ পড়া হয়না কেন? জানালে উপকৃত হব।
উত্তরঃ প্রিয় নবী হুযূর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম ‘মুহাম্মদ’ নামে মুসলিম নবজাতকের নামকরণ করার মধ্যে অনেক ফজীলত বর্ণিত হয়েছে, তাই বরকত লাভের আশায় নামের পূর্বে ‘মুহাম্মদ’ সংযুক্ত করা হয়। ‘মুহাম্মদ’ নামে নামকৃত বেশ কয়েকজন সাহাবীর নাম রয়েছে। সালফে সালেহীন’র প্রায় নামের পূর্বে ‘মুহাম্মদ’ নাম দেখা যায়। তাই এটা যুগ যুগ ধরে চলে আসছে। যে সব সাহাবীর নামের পূর্বে ‘মুহাম্মদ’ নেই, তাতে ‘মুহাম্মদ’ যোগ করার প্রয়োজন নেই। বস্তুত: বরকত লাভের আশায় এবং হাদীসে বর্ণিত শুভ সংবাদের ভিত্তিতে মুসলিম ছেলে-সন্তানের নামের পূর্বে ‘মুহাম্মদ’ নামটি যুক্ত করা হয়। এটা একটি উত্তম তরিকা ও পুণ্যময় আমল। [তাফসীরে রূহুল বয়ান]