জামেয়ার মুফাসসির মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের সুস্থতায় দোয়া কামনা

0

জামেয়ার মুফাসসির মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের সুস্থতায় দোয়া কামনা

এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুফাসসির মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন ২৮ জানুয়ারী ভোর ৬.৩০ মিনিটে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার পথিমধ্যে সীতাকুন্ডে গাড়ী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম পাঁচলাইশস্থ ট্রিটম্যান্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনায় শিক্ষক-ছাত্রের ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও পবিত্র আলমগীর খানকাহ শরীফে খতমে কুরআন, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শাইখুল হাদীস আল্লামা ওবাইদুল হক নঈমী, সাবেক অধ্যক্ষ আল্লামা ছগির ওসমানী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুফতি আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস সোলাইমান আনসারী, মুহাদ্দিস আশরাফুজ্জামান আলকাদেরীসহ অনেক ওলামায়ে কিরাম দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।

তাঁর সুস্থতা ও আরোগ্য লাভের জন্য প্রত্যেক মসজিদ, মাদরাসা ও খানকাহ শরীফ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামা-মাশায়িখ, মসজিদের খতীব, ইমাম ও শুভাকাঙ্খিদের প্রতি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান অনুরোধ করেছেন।

বার্তা প্রেরক :
আলহাজ্ব মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান
অধ্যক্ষ

শেয়ার
  •  
  •  
  •  
  •