জামেয়ার আশে পাশে এলাকায় অনেক মহিলাদের কে বাসায় খতমে গাউসিয়া শরিফ পড়তে দেখ যায়। মহিলা মাদ্রাসার মেয়েরা এতে অংশগ্রহন করে। উনারা মিলাদ কিয়াম পরার সময় উনাদের কন্ঠস্বর নন মাহারাম পুরুষদের কানে যাই। আমার প্রস্ন হল মহিলাদের গলার আওয়ায নন মাহারাম পুরষদের কানে যাচ্ছে, এটা মহিলাদের পর্দা ব্যহত হচ্ছে নাকি?? এবং এটার জন্য গুনাহগার হবে কিনা??
প্রথম পাতা পর্দা